দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তালেবান বাহিনী এবার আফগানিস্তানের রাজধানী কাবুলের ৫০ কিলোমিটার সীমার মধ্যে পৌঁছে গেছে।
গতকাল (শুক্রবার) লগার প্রদেশের রাজধানী পুল-ই আলম দখলের মধ্যদিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।এই প্রদেশ হতে আফগান পার্লামেন্টে নির্বাচিত নেতা সাঈদ কারিবুল্লাহ বলেছেন যে, প্রাণভয়ে মানুষ পুল-ই আলম ছেড়ে পালাচ্ছেন।
আল জাজিরার এক খবরে বলা হয়েছে, লগার প্রদেশ দখল করতে গিয়ে তালেবান প্রথমেই সব সরকারি ভবন দখল করে নেয়। তারপর তারা প্রদেশটির গভর্নর ও গোয়েন্দা সংস্থা প্রধানকে বন্দি করেন।
স্থানীয় কাউন্সিলর হাসিবুল্লাহ স্তানাকজি ও সংসদের প্রাদেশিক প্রতিনিধি আহমাদি বলেন, লগার প্রদেশের গভর্নর কাউয়ুম রাহিমী তালেবানের বিরুদ্ধে দীর্ঘ ১২ ঘণ্টা ধরে যুদ্ধ করেন। তবে সরকারের কাছ থেকে বিমানসহ অন্যান্য সহযোগিতা চেয়েও তিনি পাননি। একপর্যায়ে তালেবান সদস্যরা তাকে ঘিরে ফেলে ও পরবর্তীতে তাকে বন্দি করেন।
এদিকে গতকাল (শুক্রবার) সন্ধ্যা পর্যন্ত তালেবান যোদ্ধারা মোট ১৮টি প্রদেশ দখল করে নিয়েছে। তাদের দখলকৃত সর্বশেষ প্রদেশ জাবুল। আফগানিস্তান হতে বিদেশী সেনা চলে যাওয়ার শেষ মুহূর্তে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তালেবান যোদ্ধারা ঝড়ের গতিতে একের পর এক এলাকা দখল করে যাচ্ছেন।
এদিকে ইরান জানিয়েছে, শুক্রবার তাদের দক্ষিণ অঞ্চলে কয়েকটি সামরিক যান সজ্জিত হয়ে আফগানিস্তানের সরকারি সেনারা প্রবেশ করেছে। তালেবানের ধাওয়া খেয়ে সীমান্ত পার হয়ে তারা ইরানে প্রবেশ করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।