দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে নিয়ে ভক্তদের আগ্রহের যেনো শেষ নেই। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের গল্প নিয়ে এবার আসছে অ্যানিস্টনের আত্মজীবনী।
তার সম্পর্ক, বিচ্ছেদ, নতুন সিনেমা সব কিছুতেই থাকে আলোচনায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতা পাওয়া এই তারকা এবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নিজের জীবন সম্পর্কে ভক্তদের জানাতে বইও লিখছেন তিনি।
বছর খানেক আগেই আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনিফার অ্যানিস্টন। তখন থেকেই চলছে ভক্তদের মধ্যে নানা জল্পনা কল্পনা। মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে, বিচ্ছেদ সব কিছু সম্পর্কেই জানাবেন এই অভিনেত্রী। গত দেড় বছর মহামারীর কারণে শুটিং এর ব্যস্ততা ছিল না এই অভিনেত্রীর। অবসর সময়টাকে লেখালেখির কাজেই লাগিয়েছেন অ্যানিস্টন।
‘ন্যাশনাল এনকুইরার’-এ বলা হয়েছে যে, ‘ব্র্যাড পিটের সঙ্গে ভেঙ্গে যাওয়া সম্পর্ক ও মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সম্পর্কে জানানো হবে এই বইতে। জেনিফারের আত্মজীবনীর চাহিদাও অনেক। তিনি কোয়ারেন্টাইনের বেশিরভাগ সময় স্মৃতি ঘেঁটে বই লেখার কাজে সময় ব্যয় করেছেন।’
‘ন্যাশনাল এনকুইরার’-এ আরও বলা হয়েছে যে, ‘তিনি বইয়ের ব্যাপারে মোটেও মুখ খুলছেন না। তবে তার জীবনের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হবে এই বইতে।’
সম্প্রতি ‘ফ্রেন্ডস’ তারকা ডেভিড শুইমারের সঙ্গে জেনিফার অ্যানিস্টনের প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে। ‘ক্লোজার’-এর খবর অনুযায়ী জানা যায়, কিছুদিন আগে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ ‘ফ্রেন্ডস রিইউনিয়নের’ পর এই দুই তারকা নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। জেনিফারের বাড়িতে নাকি ইদানীং অনেকটা সময়ও কাটান ডেভিড। তাদের দুজনকে একসঙ্গে বিভিন্ন জায়গাতেও দেখা গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।