দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে আবারও হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে।
অ্যাসিড রিফ্লাক্সের কারণে শরীর আবারও কিছুটা খারাপ হওয়ায় পেলেকে আইসিইউতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
১৭ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ করে নিশ্চিত করে বলেছে, মূলত সতর্কতার কারণে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে ইতিহাসের অন্যতম এই সেরা ফুটবলারকে। তবে গুরুতর কোনো কারণ নয় বলে জানিয়েছেন পেলের মেয়ে কেলি নাসিমেন্তো।
সম্প্রতি অসুস্থ্য হয়ে আইসিওতে ভর্তি হওয়ার পর গত মঙ্গলবারই আইসিইউ থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। তবে তিনদিন না যেতেই, আবারও আইসিইউতে ভর্তি করানো হলো পেলেকে। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয় ফুটবলের এই রাজাকে। এখন পর্যন্ত স্থিতিশীলই রয়েছে তার শারীরিক অবস্থা।
সম্প্রতি অসুস্থ্য হয়ে ভর্তি হলে হাসপাতালে চেকআপে তার কোলন টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ৪ সেপ্টেম্বর অস্ত্রোপচার করা হয় ব্রাজিলের জার্সিতে তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তিকে। তারপর আইসিইউতে ছিলেন পেলে। পরে গত মঙ্গলবার ছাড়া পান তিনি।
আবারও আইসিওতে যাওয়ার এই খবরের পর বিশ্বজুড়ে পেলে ভক্তদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা। তবে ভক্তদের আশ্বস্ত করেছেন পেলের মেয়ে কেলি। তিনি ইনস্ট্রাগ্রামে পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে লিখেছেন যে, ‘বেশ ভালো আছেন তার বাবা।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।