দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্লোরিয়ান জেলার এর ছবি ‘দ্য ফাদার’-এ অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেন অ্যান্থনি হপকিংস। এবার আসছে এই ছবির সিকুয়েল ‘দ্য সান’। এবারও থাকছেন অ্যান্থনি হপকিংস।
করোনা কারণে থমকে থাকার পর আবার বিশ্বের অন্যান্য স্থানের মতো হলিউডও প্রাণ ফিরে পাচ্ছে। বিভিন্ন থেমে থাকা চলচ্চিত্রের কাজ শুরু হয়েছে। ‘দ্য ফাদার’-এর পর এর সিকুয়েল ‘দ্য সান’ ছবিতে আরও থাকছেন হিউ জ্যাকম্যান, লরা ডের্ন ও ভানেসা কিরবি। তাছাড়াও অস্ট্রেলিয়ার নবাগত জেন ম্যাকগার্থকেও দেখা যাবে এই ছবিতে। ইতিমধ্যেই লন্ডনে শুরু হয়েছে এই ছবির প্রোডাকশনের কাজ।
অ্যান্থনি হপকিংস সম্পর্কে এক বিবৃতিতে জেলার বলেন, ‘তিনিই প্রথম ব্যক্তি যিনি এই দ্য সান এর স্ক্রিপ্ট পড়েছেন। কারণ একটি চরিত্র তাকে ঘিরেই তৈরি করা হয়। নতুন গল্পে তাকে পাশে পাওয়াটা সম্মানের, আনন্দের ও আবেগের। দ্য ফাদার-এর পর অ্যান্থনিকে ছাড়া ছবি তৈরি করা মোটেও সম্ভব হয়নি।’
‘দ্য সান’ ছবির গল্পে রয়েছে, পিটার তার নতুন সঙ্গী এমা এবং সন্তানকে নিয়ে সংসার করছেন। তবে পিটারের সাবেক স্ত্রী কেটের সঙ্গে তাদের সন্তানকে দেখা গেছে, আর তখনই বিড়ম্বনা বাধে। ছবিতে পিটারের চরিত্রে দেখা যাবে হিউ জ্যাকম্যানকে, ও কেট হবেন লরা ডার্ন।
‘দ্য ফাদার’ ছবিতে ‘অ্যান্থনি’ নামে এক বয়স্ক ব্যক্তির চরিত্রে দেখা গেছে অ্যান্থনি হপকিংসকে যিনি ‘ডিমেনশিয়া’ রোগে আক্রান্ত।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।