দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাঁচা পেঁয়াজ থেকে সৃষ্ট ব্যাক্টেরিয়া স্যালমোনেলার প্রাদুর্ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে খবর বেরিয়েছে।
শুক্রবার একটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই ব্যাক্টেরিয়ার প্রাদুর্ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৩৭ অঙ্গরাজ্যের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
জানা যায়, ৩১ মে থেকে ৩০ সেপ্টম্বরের মধ্যে ৬৫২ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ১২৯ জন আবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এতে কারও মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ আক্রান্ত অনেকের বিষয়েই প্রশাসন জানে না।
উপসর্গ সম্পর্কে বলা হয়েছে, এই রোগে আক্রান্তদের ডায়রিয়া, জ্বর এবং পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। সাধারণত ব্যাক্টেরিয়াযুক্ত খাবার খাওয়ার ৬ ঘণ্টা হতে ৬ দিনের মধ্যেই এইসব উপসর্গ দেখা দিতে পারে। কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ছাড়া সাধারণত ৪ থেকে ৭ দিনের মধ্যেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। তবে শিশু, বৃদ্ধ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম তারা এই ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে ঝুঁকিতে পড়তে পারেন বলেও সতর্ক করা হয়েছে।
দেশটিতে স্যালমোনেলার সংক্রমণ এড়াতে লেবেনবিহীন লাল, সাদা এবং হলুদ পেঁয়াজ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।