The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মিয়ানমারে জান্তা সরকারকে হটাতে ‘বিপ্লবী বন্ড’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সামরিক জান্তা মিয়ানমারের গণতন্ত্রপন্থী দলকে হটিয়ে দিয়ে ক্ষমতা দখলের পর চলতি বছরের ফেব্রুয়ারি হতে বিক্ষোভ চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে। মিয়ানমারে জান্তা সরকারকে হটাতে এবার ছাড়া হলো ‘বিপ্লবী বন্ড’।

মিয়ানমারে জান্তা সরকারকে হটাতে ‘বিপ্লবী বন্ড’ 1

সামরিক শাসনকে ক্ষমতার মসনদ হতে নামাতে একজোট হয়ে আন্দোলন করছে গণতন্ত্রকামী এবং বিচ্ছিন্নতাবাদী বেশ কয়েকটি দল। ইতিমধ্যেই তারা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে একটি ছায়া সরকারও গঠন করেছে।

ওই সরকারটি তাদের ‘বিপ্লব’কে এগিয়ে নিতে বরাবরই জনগণের আর্থিক অনুদানের উপরই নির্ভর করে আসছে। এবার আর্থিক সহায়তার পরিসর আরও বাড়াতে বন্ড ছাড়া হয় সরকারটির পক্ষ হতে। সরকারের পক্ষ হতে বলা হয়েছে যে, ছাড়ার প্রথম ৩ ঘণ্টাতেই ৩ মিলিয়ন ডলারের বন্ড বিক্রি হয়েছে। দিনের শেষে তা দাঁড়িয়েছে ৬.৩ মিলিয়ন। বাংলাদেশী মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫৪ কোটি ৩৪ লাখ টাকা। এই সরকারের লক্ষ্য- ১ বিলিয়ন ডলারের বন্ড বিক্রি করা।

এনইউজি’র পক্ষ থেকে বলা হয়, ১০০ ডলার, ৫০০, ১০০০ ও ৫০০০ ডলার মূল্যের দুই বছর মেয়াদী এসব বন্ড প্রধানত বিদেশে অবস্থানকারী মিয়ানমারের নাগরিকদের কাছে বিক্রি করা হবে। এই বন্ডগুলো হতে কোনো মুনাফা না পাওয়া গেলেও দেশটির নাগরিকরা তা কিনছেন।

এই বিষয়ে এনইউজি’র মুখপাত্র ড. সাসা এক ফেসবুক পোস্টে বলেছেন, “এর মাধ্যমে, ফ্যাসিস্ট মিলিটারি শাসনের ভিতকে উপড়ে ফেলতে মানুষের প্রচণ্ড উৎসাহ দেখছি আমি।”

অপরদিকে জান্তা সরকারের ভাষ্য অনুযায়ী, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) নামে এই ছায়া সরকার একটি ‘সন্ত্রাসী’ আন্দোলন পরিচালনা করছে। তবে বন্ডের বিষয়ে জান্তা সরকারের কারও বক্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

২৭ বছর বয়সী একজন মিয়ানমার নাগরিক এই বন্ডের পেছনে ৫০০ ডলার বিনিয়োগ করেছেন। নাম না প্রকাশের শর্তে রয়টার্সকে তিনি বলেছেন যে, “দুই বছর পর এই বন্ডের টাকা ফেরত পাওয়ার আশা আমরা করি না। আমরা এটা কিনছি, কারণ হলো আমরাও এই বিপ্লবে অবদান রাখতে চাই।”

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali