বিশ্বে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা দিনকে দিন বাড়ছে: ইউনিসেফ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছর জুড়ে অধিকার বঞ্চিত হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছে বিশ্বের নানা দেশের শিশুরা। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়েছে।

এজন্য সংস্থাটি শিশুদের সুরক্ষায় অপহরণ এবং যৌন সহিংসতা প্রতিরোধে ‘কংক্রিট পদক্ষেপ’ নেওয়ার আহ্বানও জানিয়েছে।

ইউনিসেফ বলছে যে, ২০২১ সাল হলো শিশুদের গুরুতর অধিকার লঙ্ঘনের বছর। বছরটি শিশুদের প্রতি সহিংসতা বাড়িয়েছে এবং নতুন সহিংসতারও সৃষ্টি করেছে।

Related Post

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তান থেকে ইয়েমেন ও সিরিয়া থেকে ইথিওপিয়ায় হাজার হাজার শিশু সশস্ত্র সংঘাত, আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় চরম অনিরাপত্তাতেও ভুগছে।

সংস্থাটি প্রতিবেদনে উদাহরণ হিসেবে মিয়ানমারের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যে গত বছরের শেষ দিকে সেনা অভিযানের পর ৩৫ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়। এতে চার শিশুসহ সেভ দ্য চিলড্রেনের দুজন কর্মী ছিলেন। গত ৩১ ডিসেম্বর ইউনিসেফের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এই বিষয়ে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, বছরের পর বছর ধরে সংঘাতে লিপ্ত পক্ষগুলো শিশুদের সুরক্ষা এবং অধিকারের বিষয় উপেক্ষা করে আসছে। এতে করে শিশুদের আরও বেশি করে ভুগতে হচ্ছে। তাদের প্রাণ দিতে হচ্ছে। তাই শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

অবশ্য ২০২১ সালের পূর্ণাঙ্গ তথ্য এখনও পাওয়া যায়নি। তবে ২০২০ সালে বিশ্বজুড়ে শিশু অধিকার চরমভাবে লঙ্ঘনের ২৬ হাজার ৪২৫টি ঘটনার কথা নিশ্চিত করেছে জাতিসংঘ।

ইউনিসেফ জানিয়েছে যে, গত বছরের প্রথম ৩ মাসে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা কিছুটা কমেছে। তবে এই সময় শিশুদের অপহরণের ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় আরও ৫০ শতাংশ বেড়েছে। যৌন সহিংসতা বেড়েছে অন্তত ১০ শতাংশ।

যার মধ্যে সোমালিয়া, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো ও লেক চাদ উপত্যকায় (চাদ, নাইজেরিয়া, ক্যামেরুন এবং নাইজার) শিশু অপহরণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সোমালিয়া এবং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে আরও বেশি ঘটেছে।

সশস্ত্র সংঘাতের সময় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ১৯৯৬ সালে প্রথমবারের মতো বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করে জাতিসংঘ। পেরিয়ে গেছে এর ২৫ বছর। এখনও সুরক্ষা নিশ্চিত হয়নি।

ওই প্রতিবেদনে ইউনিসেফ জানিয়েছে, গত ১৬ বছর আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার সংঘাতকবলিত ৩০টির বেশি এলাকায় শিশুদের বিরুদ্ধে চরম ভয়াবহতার অন্তত ২ লাখ ৬৬ হাজার ঘটনার কথা নিশ্চিত করে জাতিসংঘ।

যুদ্ধকবলিত আফগানিস্তানে ২০০৫ সালের পর হতে ২৮ হাজার ৫০০-এর বেশি শিশু হতাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ইউনিসেফ। একক দেশ হিসেবে আফগানিস্তানেই শিশু হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এই সময় স্কুল ও হাসপাতালে শিশুদের ওপর হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়। ২০২১ সালের প্রথম ৬ মাসে এমন হামলা হয়েছে অন্তত ২২টি।

হেনরিয়েটা ফোর বলেন, ‘সংঘাতে লিপ্ত পক্ষগুলো যখন শিশুদের সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবে ও সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে, কেবলমাত্র তখনই শিশুদের প্রতি ভয়াবহতা দূর হবে। তাই ২০২১ সালের শেষে এসব পক্ষের প্রতি আমার উদাত্ত আহ্বান, ওইসব শিশুদের ওপর হামলা বন্ধ করুন। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানও নিশ্চিত করুন।’

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জানুয়ারী ৫, ২০২২ 9:54 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা: এক মহা দুর্যোগের শিকার এশিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বিশ্বের জলবায়ুর সঙ্গে তুলনা করলে প্রথমেই উঠে আসে এশিয়ার…

% দিন আগে

এনার্জিপ্যাকের সঙ্গে চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের আনহুই প্রাদেশিক গণ-কংগ্রেসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর তেজগাঁও…

% দিন আগে

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে

নদী ও নৌকা: এক অসাধারণ গ্রামের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৭ বৈশাখ ১৪৩১…

% দিন আগে