The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

প্রথম এনজেল বিনিয়োগ পেলো চকপেন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথম এনজেল বিনিয়োগ পেলো শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে কাজ করা প্রতিষ্ঠান চকপেন্সিল ডট কম।

প্রথম এনজেল বিনিয়োগ পেলো চকপেন্সিল 1

উন্নত মানের সকল ব্রান্ডের আর্টস ও ক্র্যাফট, শিশুদের ব্রেইন ডেভেলপমেন্ট টয়স এবং STEAM (Science, Technology, Engineering, Arts & Mathematics) সামগ্রী আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী জানান, আমার কর্মজীবনের শুরুটা হয়েছিলো এক বেসরকারি ব্যাংকের মাধ্যমে। এরপর বেশ কিছুসময় বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছি। চকপেন্সিল এর সূচনা করি ২০১৯ সালের শুরুর দিকে লক্ষ্য ছিল শিশু কিশোরদের আরো বেশি সৃজনশীল কাজে নিয়োজিত করা। শুরুর পর থেকে ক্ষুদ্র পরিসরে কাজ করে চলছিল চকপেন্সিল। কিন্তু করোনায় লকডাউনের সময় সবার মতো আমরাও উপলব্ধি করি কোমলমতি শিশুদের মানসিক অবস্থার কথা। যে দুরন্ত শিশুরা সারাদিনে ছুটে বেড়াতো চারদিক, হঠাৎ করেই তারা যেন এক অদৃশ্য শেকলে বন্দি। কার্টুন দেখা আর মোবাইল এ গেম বা ইউটিউব দেখা ছাড়া তাদের আর করার কিছুই যেন নেই। ঠিক তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি শিশুদের এই স্ক্রিন টাইম কমিয়ে তাদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে।

বাচ্চাদের বয়সভিত্তিক সৃজনশীল বিকাশ ও সঠিক প্যারেন্টিং এর সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে চকপেন্সিল। প্লে, লার্ন, গ্রো এই তিনটি শব্দকে সামনে রেখে বাচ্চাদের জন্য সৃজনশীল ও আনন্দময় কৈশোর কর্মসূচি নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বাচ্চাদের স্ক্রিন টাইম কমিয়ে সেই সময়টিকে বুদ্ধিবৃত্তিক সৃজনশীল চর্চায় কাজে লাগানোর জন্যও সহায়তা করছে। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশের জন্য তাদের প্রয়োজনীয় সকল পণ্যের মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্যও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বমানের নিরাপদ পণ্য, আধুনিক প্যাকিং ও দেশব্যাপী ফ্রি হোম ডেলিভারি সার্ভিস নিশ্চিত করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী বলেন, প্রতিদিন আমাদের সন্তানদের আমরা যা শিখাচ্ছি, তার কতটুকু সঠিক ও তাদের বয়সভিত্তিক মানসিক বিকাশে সহায়ক? অভিভাবকরা নিজেরাও হয়তো সঠিকটা জানেন না। আমরা চাই সঠিক বুদ্ধিদীপ্ত হয়ে বেড়ে উঠুক আগামী প্রজন্ম। এটি নিয়ে কাজ করছি আমরা। বিশ্বমানের নিরাপদ পণ্য, মানসম্মত প্যাকেজিং ও দ্রুত সরবরাহ ব্যবস্থার ওপর জোর দেন তিনি। এছাড়াও তিনি জানান বৈশ্বিক বাজারে জায়গা করে নেওয়ার মতো একটি বাংলাদেশী ব্র্যান্ড তৈরি করার জন্য নিরলস নতুন প্রোডাক্ট তৈরি ও মানউন্নয়নে করে চলেছে চকপেন্সিল। উন্নত বিশ্বের শিশুরা সৃজনশীলভাবে বেড়ে ওঠার জন্য যত ধরণের স্টেশনারি পণ্য বা ব্রেইন ডেভেলপমেন্ট খেলনা পায়, আমাদের দেশের শিশুরা তার দশ শতাংশও পায় না। চকপেন্সিল প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্যও বিশ্বমানের এমন সব পণ্য সহজলভ্য করে দিতে চায় যেন পরিপূর্ণভাবে এই প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা বেড়ে উঠতে পারে। তবেই তো আমরা পাবো সমৃদ্ধ এক আগামী। আর এই লক্ষ্যেই আমাদের নতুন বিনিয়োগের প্রয়োজন হয়।

তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ডব্লিউপি ডেভেলপার ও এআরকমের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানের নেতৃত্বে নতুন বিনিয়োগকারীরা এ বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগকারীর মধ্যে ডব্লিউপি ডেভেলপারের প্রধান নির্বাহী নাজমুল হাসান রূপক অন্যতম। তরুণ বিনিয়োগকারীদের এই বিনিয়োগকে স্বাগত জানায় চকপেন্সিল।

চকপেন্সিল-এ বিনিয়োগ প্রসঙ্গে এম আসিফ রহমান বলেন, ‘চকপেন্সিলের ব্যবসায়িক ধারণাটিই নতুন ও যুগোপযুগী। শিশুদের সৃজনশীলতা বিকাশে কাজ করে চলা এমন উদ্যোগ সত্যিই প্রশংসা পাবার যোগ্য। বাংলাদেশের শিশু এবং আগামী প্রজন্মের সুস্থ বিকাশের জন্য এমন উদ্যোগ খুবই প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমি আমার দুই সন্তানকে মোবাইল ফোন ব্যবহার থাকে সম্পূর্ণ বিরত রাখি। তাদের সৃজনশীল বুদ্ধিবৃত্তিক বিকাশে ও অবসর সময়ে ভালো ও কার্যকর শিক্ষা উপকরণের অভাব আমি নিজেও অনুভব করি। যে উপকরণগুলো পাওয়া যায় সে গুলোও সহজলভ্য না। আবার পাওয়া গেলেও সন্দেহ থেকে যায় গুণগত মানের। সেখান থেকে আমার মনে হয়েছে দেশীয় একটি ব্র্যান্ড হয়ে উঠতে পারে এই সকল কিছুর বিকল্প। প্রতিষ্ঠানটির পরিকল্পনাগুলো আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। সবকিছু মিলিয়ে আমি মনে করছি, চকপেন্সিলের সম্ভাবনা দারুণ। ভালো বিনিয়োগ পেলে একটি টেকসই বিজনেস মডেল ও বিশ্ববাজারে দেশীয় একটি ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে পারে চকপেন্সিল।

প্রতিষ্ঠাতা সাইফ আল দ্বীন ফারাবী জানান, নতুন এই বিনিয়োগের অর্থ দিয়ে আরো বড় এবং ব্যাপক পরিসরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে চকপেন্সিল। মূলত নতুন নতুন পণ্য সংগ্রহ, নিজস্ব পণ্য উৎপাদন ও মানোন্নয়ন এবং উন্নত গ্রাহক সেবা এই তিন খাতে ব্যবহার করা হবে এই প্রাথমিক বিনিয়োগের টাকা।

এই বিনিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাথীদের কাছে আরো ব্যাপকভাবে পৌঁছে যাবে চকপেন্সিল-এর নিজস্ব পণ্য। দারুন দারুন সব প্যাকেজ ও উপহার সামগ্ৰি নিয়ে নতুন করে ভিন্ন মাত্রায় গ্রাহকদের আরো কাছে সেবা নিয়ে আসতে যাচ্ছে চকপেন্সিল। চকপেন্সিল-এর নিয়মিত প্যাকেজের মধ্যে রয়েছে বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানের প্যাকেজ, পুরস্কার ও কর্পোরেট উপহার প্যাকেজ। যা নিয়ে এসেছে উপহার প্রদানে নতুন মাত্রা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাচ্চাদের নানান সৃজনশীল কাজে অনুপ্রাণিত করার জন্য প্যারেন্টস কমিউনিটি গ্রুপ – Chalkpencil Parents Club – এর কার্যক্রমও ব্যাপক প্রসারতা পেতে যাচ্ছে। সেই সাথে দেশের স্কুল কলেজের শিক্ষকদের নিয়ে গড়া টিচার্স কমিউনিটি গ্রুপ – Chalkpencil Teachers Club – যার কার্যক্রমও শুরু হতে চলেছে। সর্বোপরি আমরা বিশ্বাস করি উন্নত সেবা ও বিশ্বমানের সব পণ্য নিয়ে দেশে ও দেশের বাইরে নির্ভরযোগ্য একটি ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে www.chalkpencil.com।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali