হবিগঞ্জে তহবিল সংগ্রহের বিভিন্ন উদ্ভাবনী কৌশল নিয়ে জিআইজেডের কর্মশালা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জিআইজেড বাংলাদেশের ইম্প্রুভড কোঅর্ডিনেশন অফ ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স -এর যৌথ আয়োজনে “ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্টস ফর ক্লাইমেট অ্যাকশন” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি সিলেটের হবিগঞ্জে অনুষ্ঠিত হয়।

পৃথিবীর সবথেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি বৃদ্ধি পেলেও আমাদের দেশে এই সংক্রান্ত অর্থায়নের ঘাটতি রয়েছে। জলবায়ু অর্থায়নের এই ঘাটতি কমাতে ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অর্থায়নের পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজন ইনোভেটিভ এবং নতুন ধরনের অর্থায়ন মাধ্যম। বিগত এক দশক যাবত জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী অর্থায়নের মাধ্যম আবিষ্কৃত হয়েছে যা কিনা একহাতে বিভিন্ন আন্তর্জাতিক বিনিয়োগকারী বহুজাতিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের জলবায়ু অর্থায়ন খাতে কর্মরত বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের এই সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণটিতে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে সেশনগুলো পরিচালনা করেন এই আর ডি’র এস এম মাহবুব আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সুবর্ণ বড়ুয়া, বাংলাদেশ ব্যাংকের চৌধুরী লিয়াকত আলী, প্রগতি ইন্স্যুরেন্স এর মোহাম্মদ জালালুল আজিম ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রণজিৎ কুমার চক্রবর্তী। এই সময় জলবায়ু অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন ফাইনান্সিয়াল ইন্সট্রুমেন্ট যেমন গ্রীন বন্ড, ইকুইটি, গ্যারান্টি, ক্লাইমেট রিস্ক ইন্সুরেন্স ও বাংলাদেশের জলবায়ু পরিবর্তন প্রকল্পে এদের প্রয়োগ সংক্রান্ত আলোচনা করা হয়।

Related Post

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ইআরডি সচিব শরিফা খান বলেন, বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা হতে গ্রাজুয়েট করবে, তাই সরাসরি এই কারণে বিভিন্ন বিকল্প উৎস থেকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অর্থায়ন সংস্থান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই সংক্রান্ত দক্ষতা বাড়াতে হবে। জিআইজেড বাংলাদেশের প্রিন্সিপাল এ্যাডভাইজার ড: ফেরদৌস আরা হোসাইন বলেন, জার্মান সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি সংক্রান্ত দক্ষতা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রশিক্ষিত অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ও প্রশিক্ষণটি তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহায়ক হবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on অক্টোবর ২৪, ২০২২ 9:54 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আবারও বিয়ের পিড়িতে বসলেন সানি লিওন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…

% দিন আগে

ব্র্যাক ব্যাংক এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…

% দিন আগে

৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…

% দিন আগে

অবার এক প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পিরিয়ডকালীন কী ধরনের খাবার খেলে রক্তাল্পতার ঝুঁকি এড়ানো যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…

% দিন আগে