দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের নাগরিক সাইফুল্লাহ পরচা ১৮ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে বন্দি ছিলেন। গতকাল শনিবার (২৯ অক্টোবর) তিনি পাকিস্তানে এসে পৌঁছান।
বহু বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার থেকে মুক্তি পেলেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী সাইফুল্লাহ পরচা গুয়ানতানামো বে কারাগারে সবচেয়ে বেশি সময় ধরে বন্দি ছিলেন। আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে তাকে আটক করা হয়।
তবে তার বিরুদ্ধে অপরাধের কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। ২০২১ সালের মে মাসে তার মুক্তি অনুমোদিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে আটক একজন পাকিস্তানি নাগরিক অবশেষে তার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ায় তারা আনন্দিত।
জানা যায়, পাকিস্তানের একজন বড় মাপের ব্যবসায়ী ছিলেন সাইফুল্লাহ পরচা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। নিউইয়র্কে তার প্রোপার্টিও ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ২০০৩ সালে থাইল্যান্ড হতে পরচাকে আটক করে। ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে তাকে গুয়ানতানামোতে কারাগারে আটক করে রাখা হয়।
নাইন ইলেভেন হামলার পর ২০০২ সালের ১১ জানুয়ারি কিউবায় গুয়ানতানামো বে কারাগারটি চালু করে মার্কিন যুক্তরাষ্ট্র। কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে তৎকালীন মার্কিন প্রশাসন বিভিন্ন দেশে যে সামরিক অভিযান শুরু করেছিলো, সেখানে গ্রেফতারকৃত লোকদের এই কারাগারে নিক্ষেপ করা হয়।
মানবাধিকার পর্যবেক্ষকরা জানিয়েছেন, কোনো ধরনের প্রচলিত আইন এবং বিচারের মুখোমুখি না করেই বিদেশী যুদ্ধ বন্দিদের এই কুখ্যাত কারাগারে বছরের পর বছর আটক করে রেখে দেয় মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।