দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ ফুটবল। সে কারণে ফুটবল উন্মাদনার জোয়ারে গা ভাসিয়েছেন সবাই। দর্শকরা চাইছেন অফিস-বাসা থেকে ফুটবল বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। দর্শকদের সেই আক্ষেপ দূর করতে দেশীয় টিভি মাধ্যম থেকে প্রস্তুত রয়েছে অনলাইন মাধ্যম।
দেশের ৩টি টিভি চ্যানেল দেখা যাবে কাতার বিশ্বকাপ। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিসহ বেসরকারি টি স্পোর্টস এবং গাজী টিভিও দর্শকদের চাহিদা বুঝে সবখেলা সম্প্রচার করছে।
যারা মোবাইল, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভিতে খেলা দেখতে চান। তাদের জন্য রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম টফি। যার অ্যাপ গুগল প্লে স্টোর হতে ডাউনলোড করার পাশাপাশি ওয়েবসাইট https://toffeelive.com/ এ ঢুকেও বিনামূল্যে সবগুলো খেলা উপভোগ করতে পারবেন।
এদিকে মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিংক। সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
মোবাইলে র্যাবিটহোল অ্যাপের মাধ্যমে অনলাইনে দেখা যাবে বিশ্বকাপের সব খেলা। তবে সেক্ষেত্রে রয়েছে সাবস্ক্রিপশন ফি।
উল্লেখ্য, গতকাল (রবিবার) বিশ্বকাপের এই আসর বসেছে কাতারে। রাত সাড়ে ৮টায় জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর রাত ১০ টায় প্রথম ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হয় ইকুয়েডর। যদিও শেষ পর্যন্ত ইকুয়েডর জয়ী হয়েছে ওই ম্যাচে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।