দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান মনে করছেন দেশটির কিছু অংশে ‘অঘোষিত সামরিক আইন’ রয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গতকাল (বৃহস্পতিবার) সুপ্রিমকোর্টে (এসসি) একটি পিটিশন দাখিল করেন। তাতে দেশটির কিছু অংশে ‘অঘোষিত সামরিক আইন’ কার্যকর এবং তার দলের ওপর চলমান আক্রমণাত্মক ক্র্যাকডাউনের (সাঁড়াশি অভিযান) বিষয়ে স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) নোটিশ জারির করার আবেদনও জানানো হয়।
ইমরান খান তার আইনজীবী হামিদ খানের মাধ্যমে সর্বোচ্চ আদালতকে ফেডারেল ক্যাপিটাল টেরিটরি, পাঞ্জাব, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীকে ক্ষমতা প্রয়োগে সাহায্য করার জন্য সরকারের সিদ্ধান্তের তদন্ত করার জন্যও অনুরোধ করেছেন। -খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
ওই পিটিশনে আরও বলা হয়, বস্তুনিষ্ঠ শর্তের অনুপস্থিতি সত্ত্বেও ফেডারেল মন্ত্রিসভার মাধ্যমে এই ক্ষমতার নির্দেশিত প্রয়োগ স্পষ্টতই মৌলিক অধিকারেরই লঙ্ঘন। ইমরান খান গত ৯ মে তার গ্রেফতারের ঘটনা এবং পরবর্তী ঘটনাবলী তদন্তের জন্য সুপ্রিমকোর্টের একজনের বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠনের জন্যও অনুরোধ করেছেন।
উল্লেখ্য যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর সামরিক স্থাপনায় হামলা এবং শহীদদের স্মৃতিসৌধের অসম্মান করার অভিযোগে জড়িত ১৬ জনের বিরুদ্ধে মামলার শুনানি করা হবে সামরিক আদালতে। এদিকে, ইমরান খানের অভিযোগ হলো, তার দলের নেতাদের জোরপূর্বক পদত্যাগ করার জন্য বাধ্য করা হচ্ছে। ৯ মে’র পর থেকে পিটিআইয়ের বেশ কিছু শীর্ষ নেতা পদত্যাগ করেন। সর্বশেষ পিটিআই মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আসাদ উমর। ইতিপূর্বে পিটিআই থেকে পদত্যাগ করেন দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী এবং শিরিন মাজারি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।