দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডাতে গ্রীষ্ম মৌসুমের শুরুতেই অনেক এলাকা জ্বলছে ভয়াবহ দাবানলে, যা নজিরহীন বলা হচ্ছে। কানাডায় বর্তমানে শত শত দাবানল জ্বলছে। এদিকে এর ধোঁয়া ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।
১৫০টিরও বেশি স্থানে আগুন জ্বলছে। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের উত্তরে দাবানল হতে কয়েকশ কিলোমিটার দূরে নিউইয়র্ক সিটি এবং ওয়াশিংটন ডিসিতেও ধোঁয়াশা বাতাসে ভরে গেছে সেখানকার আকাশ।
নিউইয়র্ক সিটির বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের দরজা জানালা বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পাবলিক স্কুলগুলোতে বাতিল করা হয়েছে বাইরের কার্যক্রম। লাখো মানুষের স্বাস্থ্যের ওপর দাবানলের প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীদের আপ্রাণ চেষ্টার পরও এ পর্যন্ত ৩ দশমিক ৮ মিলিয়ন হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এইসব এলাকার কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর- দ্য গার্ডিয়ান এবং আলজাজিরা।
স্বাস্থ্যঝুঁকি
কানাডার মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটির স্কুল অব পপুলেশন অ্যান্ড গ্লোবাল হেলথের সহযোগী অধ্যাপক জিল বামগার্টনার জানিয়েছেন, দাবানলের কারণে কানাডায় দূষণের মাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ গুণ বেড়েছে। এতে চোখ জ্বালাপোড়া ও নাক দিয়ে পানি পড়া থেকে শুরু করে দীর্ঘস্থায়ী হার্ট এবং ফুসফুসের রোগ ইত্যাদি নানা সমস্যাও হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ধোঁয়া
কানাডার দাবানলের ধোঁয়া মে মাস থেকেই দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসছে। পশ্চিমের প্রদেশগুলো থেকে পূর্বে নোভা স্কটিয়া ও কুইবেক পর্যন্ত ছড়িয়েছে ধোঁয়া। আইকিউ এয়ার মনে করে, বুধবার নিউইয়র্ক সিটির বায়ুর মান বিশ্বের যে কোনো বড় শহরের চেয়েই খারাপ ছিল।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।