বৈশ্বিক শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের আরও অবনতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৪ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে আরও এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ।

২০ ফেব্রুয়ারি বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠানটি। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। যদিও এর আগে হ্যানলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ অবস্থান ছিল মাত্র একধাপ উপরে ১০১তম স্থানে।

আর গত বছর বাংলাদেশের পাসপোর্ট এই তালিকার ৯৬তম স্থানে ছিল। ইতিপূর্বে একই বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। গত বছরের শেষ সংস্করণের তুলনায় এ বছরে বাংলাদেশের পাসপোর্টের অবস্থানের আরও একধাপ অবনতি ঘটেছে।

Related Post

কোন দেশের পাসপোর্ট দিয়ে কতো দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) সেই তথ্যের ভিত্তিতেই মূলত শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯টি দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এই বছর মোট ১০৯টি অবস্থান নির্ধারণ করেছে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স।

গত ১৯ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতোটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর প্রতিষ্ঠানটি র‍্যাংকিং প্রকাশ করে আসছে। আর এই সূচক প্রকাশ করা হয় প্রতি ৩ মাস পরপর।

এই বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্ট সারাবিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ১০২তম অবস্থানে রয়েছে। এ বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৪২টিতে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশেই ভ্রমণ করা সম্ভব নয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ছোট্ট একটি দেশ মালদ্বীপের পাসপোর্ট (৫৮তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৯৬টি দেশে ভ্রমণ করতে পারেন। তারপরই রয়েছে ভারত (৮৫তম), ভুটান (৯২তম) ও মিয়ানমার (৯৭তম)। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের তুলনায় একধাপ ওপরে রয়েছে শ্রীলঙ্কা (১০১তম)। এছাড়াও নেপাল (১০৩তম), পাকিস্তান (১০৬তম) ও আফগানিস্তানের পাসপোর্ট একেবারে তলানিতে (১০৯তম) অবস্থানে রয়েছে।

দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স’র এই সূচকে এ বছর নজিরবিহীন এক অবস্থান দেখা যায়। এই বছর বিশ্বের মোট ৬টি দেশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে যৌথভাবে শীর্ষ অবস্থান দখল করে আছে। এই ৬ দেশ হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এইসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের ১৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন।

দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স’র এই পাসপোর্ট সূচকে একেবারে তলানিতে আছে আফগানিস্তান (১০৯তম)। এই দেশের পাসপোর্টধারীরা কেবলমাত্র ২৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on ফেব্রুয়ারী ২২, ২০২৪ 11:00 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

বেরি জাতীয় ফল শরীরের কোন কোন উপকারে লাগে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেরি জাতীয় ফল নিয়ে আমাদের তেমন একটা ধারণা নেই। কিডনির…

% দিন আগে

রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর…

% দিন আগে

নেপাল ও ভারতে বন্যায় ১৫০ নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেপাল ও ভারতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে দেড়…

% দিন আগে

এক ইঞ্জিনিয়ারের একে একে ৬ মহিলাকে বিয়ের পর যা ঘটলো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ইঞ্জিনিয়ারের একে একে ৬ মহিলাকে বিয়ের ঘটনা ঘটেছে। আর…

% দিন আগে

সুনামগঞ্জের তাহিরপুরের নীলাদ্রি লেক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৪ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

যে শাকে বশে থাকবে ডায়াবেটিস ও ফিরবে লিভারের হাল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিনের ডায়েটে রাখুন সজনে শাককে। এতেই ডায়াবেটিসকে বশে রাখতে পারবেন।…

% দিন আগে