দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বৈরাচারবিরোধী সক্রিয়তায় বিরতি টেনে এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পলিটিক্যাল স্যাটায়ার কিংবা রাজনৈতিক ব্যাঙ্গাত্মক ঘরানার সিনেমাটির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এই নির্মাতা। ইতিপূর্বে একই ঘরানার ধারাবাহিক ‘৪২০’ বানিয়ে হইচই ফেলে দেন ফারুকী।
বিদেশে অবস্থান করার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে দেখা যায়নি মোস্তফা সরয়ার ফারুকীকে। তবে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবলভাবে সক্রিয় দেখা যায় তাকে। শুরুতেই তিনি ছাত্রদের এই আন্দোলনকে ‘কেবল চাকরির জন্য আন্দোলন’ বলেই স্বীকার করেননি। স্পষ্ট করে তিনি জানিয়েছিলেন যে, ‘এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে না বাঁচার জন্যই। এই আন্দোলন রাষ্ট্রক্ষমতায় যারা রয়েছেন, তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে, দেশের মালিক তারা নন, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তাই দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা।’
আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ফারুকী। তিনি লিখেছেন যে, ‘আজ নতুন সরকার দায়িত্ব নেবে। একসময় ভেবেছিলাম এই ফ্যাসিজমের হাত থেকে বোধহয় আমাদের জীবদ্দশায় আর হয়তো মুক্তি নেই। বাংলার সর্বস্তরের তরুণরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তির খোঁজ দিয়েছেন। এদের সবাইকে স্যালুট ও প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্যদিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি। এখন সময় এসেছে কাজে ফেরার।’
নতুন সিনেমা সম্পর্কে এই নির্মাতা জানিয়েছেন যে, এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানিয়েছিলাম ‘৪২০’। প্রকৃতির কি বিচিত্র খেয়াল, আবার আসছে সেই রকম একটা দুষ্ট কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলেই, যেটার শুট করেছি ফ্যাসিবাদের কালেই। খোদার কসম, এটা মুক্তি পাওয়ার পর তোমরা ভেবো না আমি আগেই জানতাম এই সময় অন্তর্বর্তী সরকার আসবে। না হলে এটা আমি কোন সাহসে বানালাম?
তবে নতুন এই সিনেমা নিয়ে বেশি কিছু জানাননি ফারুকী। কেবলমাত্র বলেছেন, একটা হিংস্র সিনেমা দেখার প্রস্তুতি নেওয়ার জন্য। বাদবাকি শীঘ্রই জানাবেন তিনি। ছবির ঘরানা সম্পর্কে ফারুকী লিখেছেন, এটা আমার প্রিয় জঁরা– পলিটিক্যাল স্যাটায়ার। আর কেই না জানে, স্যাটায়ার হলো সেই চাবুক- যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org