দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রসববেদনায় ছটফট করতে করতেই চলন্ত গাড়ির মধ্যে সাড়ে ৪ কেজি ওজনের সন্তানের জন্ম দিলেন এক নারী। সন্তান জন্মানোর সেই ভিডিও নেটমাধ্যমে প্রকাশিত হতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়। সেই ভিডিও দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটটিজেনরা!
ভিডিওতে দেখা যায় হাসপাতালের পথেই চলেছে গাড়ি। প্রসববেদনায় কাতরাচ্ছেন এক নারী। দ্রুত গতিতে গাড়ি চালিয়েও যেনো শেষরক্ষা হয়নি। মাঝপথেই সন্তান ভূমিষ্ঠ হলো। ‘ড.শীতল যাদব’ নামে একটি এক্স হ্যান্ডল হতে ওই ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আমেরিকার এবং বেশ কিছু দিন আগে তোলা হয়েছিল, যা সম্প্রতি আবার ভাইরাল হয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যায়, মহিলার স্বামী তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রসববেদনা ওঠেছে। আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে, শিশু মাঝপথে জন্ম নিতে চলেছে। হাসপাতালে পৌঁছাতে সময় লাগায় তরুণীর স্বামী তাকে শান্ত রাখার চেষ্টা করেন ও দ্রুত গতিতে গাড়ি চালানোর চেষ্টাও করেছিলেন। বিপদ বুঝে স্বামী দ্রুত তার সিটবেল্ট বেঁধে ফেলেন ও উপায়ান্তর না দেখে যাত্রীর আসনে তাকে প্রসবের জন্য প্রস্তুত হতে বলেন। কোনও চিকিৎসক কিংবা স্বামীর সাহায্য না নিয়ে চলন্ত গাড়িতেই সুস্থ-সবল পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওই তরুণী। হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্মীরা দ্রুত মা এবং সদ্যোজাতের দায়িত্ব নেন। মা ও শিশু উভয়ই নিরাপদ এবং সুস্থ ছিল বলে জানা যায়। একজন এক্স ব্যবহারকারী বলেছেন, ‘‘শক্তি এবং ধৈর্য্যের অবিশ্বাস্য এক গল্প!’’ তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন।
দেখুন ভিডিওটি
https://x.com/Sheetal2242/status/1856393409654862054?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1856393409654862054%7Ctwgr%5E4ec2f19ecde33c68bd9c0521f410cb5cd2846965%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org