শিক্ষার্থীদের পেশাগত জীবনের সূচনা ত্বরান্বিত করতে একসাথে ইউসিবিডি এবং শান্তা হোল্ডিংস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেন্টরশিপ উদ্যোগ, ক্যারিয়ার-বিল্ডিং সহায়তা এবং বাস্তব অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেন দ্রুতই তাদের ক্যারিয়ারের যাত্রা শুরু করতে পারেন এই লক্ষ্যে সম্প্রতি শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষাকে স্থানীয় শিল্পখাতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল ইউসিবি এবং শান্তা হোল্ডিংস। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ইউসিবিডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এই চুক্তির অধীনে ইউসিবিডি’র শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে শান্তা হোল্ডিংস লিমিটেডে ইন্টার্নশিপ এবং চাকরির সুযোগ পাবেন। তারা নলেজ শেয়ারিং সেশন, অতিথি বক্তৃতা, প্রশিক্ষণ কর্মসূচি, মেন্টরশিপ ও পেশাগত জীবনের বিকাশে দিক-নির্দেশনাগত সুবিধাও পাবে। ক্যারিয়ার এবং পেশা নিয়ে শিক্ষার্থীদের সম্যক ধারণা প্রদানে ও তাদের মধ্যে নেতৃত্বে গুণাবলীর বিকাশে ভূমিকা রাখবে এই উদ্যোগগুলো।

Related Post

বিষয়টি নিয়ে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার কিংশুক গুপ্ত বলেন, “আমরা মনে করি, অ্যাকাডেমিক ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের পাশাপাশি কর্মজীবনে সুযোগ তৈরিতেও শিক্ষা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে। শান্তা হোল্ডিংস লিমিটেডের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দেশের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে। এই ধরনের অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শান্তা হোল্ডিংস লিমিটেডের হেড অব অপারেশনস মাহবুব আহমেদ বলেন, “আমরা মেধাবীদের সঠিক পরিচর্যায় বিশ্বাস করি। ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্ব শিক্ষার্থীদের করপোরেট জগতের পরিবর্তনশীল বাস্তবতায় স্বাগত জানাতে ও তাদের ক্যারিয়ার গঠনে সঠিক দিক-নির্দেশনা পেতে সহায়তা করবে। এই তরুণ শিক্ষার্থীরাই ভবিষ্যতে নেতৃস্থানীয় ভূমিকা রাখবে। আর শিক্ষার্থীদের সুযোগ এবং মেন্টরশিপ প্রদান করে তাদের ক্যারিয়ারের বিকাশের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএস ক্যাপিটাল লিমিটেড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এস এম রহমাতুল মুজিব; প্রতিষ্ঠানটির হেড অব এইচআর শাহারিয়া সুলতানা রিয়া; ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম রিসালাত রহমান; শান্তা হোল্ডিংস লিমিটেডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের হেড ইরশাদুর রহমান; এবং শান্তা হোল্ডিংস লিমিটেডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারহান ইসলাম শিহাব।

ইউসিবিডি বাংলাদেশের প্রথম ও অন্যতম শীর্ষ ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব। ইউসিবিডি মোনাশ ইউনিভার্সিটি (অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া), ইউনিভার্সিটি অব লন্ডন–এলএসই, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার (ইউসিএলএএন) এর সঙ্গে অংশীদারিত্বে স্নাতক ডিগ্রি অর্জনসহ ও বিশ্বের ৭০টির বেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করে। বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন: http://www.ucbd.edu.bd/

খবর সংবাদ বিজ্ঞপ্তির।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on মে ২০, ২০২৫ 12:27 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে

টমেটোর গুণাগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…

% দিন আগে

শাহরুখ খান কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…

% দিন আগে

অস্ট্রেলিয়ায় দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…

% দিন আগে

চিন্তা করেই লেখা যাচ্ছে কম্পিউটারে শব্দ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…

% দিন আগে