দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টানা ১৩ দিন বিরতির পর গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় আবার বসেছে সংসদ অধিবেশন। এই অধিবেশনে প্রধান বিরোধী দল যোগ দিয়ে নির্বাচনকালীন সরকারের রূপরেখা পেশ করেছে।
জানা গেছে, বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিরোধী দল বিএনপি এ অধিবেশনে যোগ দিয়েছিল। সংসদ অধিবেশনে মাগরিবের বিরতির পর মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলে বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান। প্রস্তাবটি নিয়ে বুধবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে দেড় ঘণ্টাব্যাপী উত্তপ্ত বক্তব্য চলে। সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল হক সেলিমের একটি মন্তব্যের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংসদের এই অধিবেশন চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, বিরোধী দলের অনুপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর বর্তমান সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। ওই দিন কার্যউপদেষ্টা কমিটিতে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দিন থেকে দশম সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হবে। বিদ্যমান সংবিধান অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে এই নির্বাচন হবে।