The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

শুধু মসলা হিসেবে নয়- স্বাস্থ্য সুরক্ষায় এলাচের ভূমিকা রয়েছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এলাচ আমরা গরম মসলার সঙ্গে দেখে থাকি। এলাচ মূলত মসলার একটি অংশ। কিন্তু এই এলাচ স্বাস্থ সুরক্ষায় আমাদের দেহের অনেক কাজ করে থাকে।

Cardamom role of health protection

লবঙ্গ, দারচিনি, গুল মরিচ এবং এলাচ গরম মসলার সঙ্গেই ব্যবহার হয়ে থাকে। কিন্তু রান্নার স্বাদের পাশাপাশি এই এলাচ আমাদের দেহের বিভিন্ন কাজ করে যেমন:

# এলাচ ক্যান্সার প্রতিরোধে কাজ করে। এ জন্য ক্যান্সার প্রতিরোধে নিয়মিত এলাচ খাওয়া উচিত।

# আপনি কি মুখের দুর্গন্ধ, মাঢ়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় ভুগছেন? তাহলে কালো এলাচ মুখে নিয়ে চাবাতে পারেন। কেননা এলাচের তেল মুখের সমস্যা দূর করতে কার্যকর একটি ওষুধ।

# মাথাব্যথা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে এলাচ তেলের ব্যবহার করলে সুফল পাওয়া যায়

# শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হুপিংকাশি, ফুসফুস সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এলাচ খুবই উপকারী।

Cardamom-health-benefits

# এটি অনুভূতি নাশক ও অস্থিরতাকে প্রশমিত করে।

# কালো এলাচ হৃদরোগ প্রতিরোধ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এ ছাড়া এলাচ রক্তসঞ্চালনে সহায়ক।

# কালো এলাচ হার্ট সুস্থ রাখে, রক্তচাপ ও ক্যান্সার নিয়ন্ত্রণে রাখে এবং রক্তসঞ্চালন বাড়ায়।

# রূপচর্চায় এর জুড়ি নেই, রূপচর্চা ও চেহারার কালো দাগ দূর করতে এলাচের জুড়ি নেই।

# এতে থাকে ভিটামিন সি, যা রক্তসঞ্চালন ও ত্বক সমস্যা দূর করে।

তাই আসুন শুধু রান্নার তরকারি স্বাদের জন্য নয়, স্বাস্থ সুরক্ষায় এলাচ ব্যবহার করি। কারণ সুস্থ ও সুন্দর জীবন আমাদের সকলের একান্ত কাম্য।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...