দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সঞ্জয় লীলা বানশালী পরিচালিত মুভি ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ও একই মুভিতে আইটেম গানে ‘মর্ডান মুজরা’ নিয়ে হাজির প্রিয়াঙ্কা চোপড়া – তাতেই কুপোকাত সকল মুভি দর্শকরা। ইউটিউবে গানটি মুক্তি ও মুভি মুক্তির পর যে উন্মাদনা তৈরি হয়েছে গানটিকে ঘিরে তাতে ‘রাম চাহে লীলা’ আইটেম গানকে ‘আইটেম সং অফ দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত করা যায়।
![আবেদনময়ী প্রিয়াঙ্কা চোপড়ার 'রাম চাহে লীলা' গানটি 'আইটেম সং অফ দ্য ইয়ার' [ভিডিও] 1 priyanka_660_102313012412](https://thedhakatimes.com/wp-content/uploads/2013/11/priyanka_660_102313012412-497x800.jpg)
গত ১৫ নভেম্বর মুভিটি থিয়েটার মুক্তি পাওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়া অসংখ্য ফোন পেয়েছেন ‘রাম চাহে লীলা’ নামক আইটেম গানে দুর্দান্ত নাচের দৃশ্যে অভিনয় করার জন্য। গানটির ভিডিও ২২ অক্টোবর ইউটিউবে ছাড়া হয়েছে এবং এখন পর্যন্ত ৬৫ লাখ ৩১ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। এতেই গানটিকে ঘিরে মানুষের আগ্রহ টের পাওয়া যায়।
বলিউড ইতিহাসের সবচেয়ে কঠিন কোরিওগ্রাফির আইটেম গান এটি। গানটিতে মুজরা বার তৈরি করতে খরচ পড়েছিলো ছয় কোটি রুপি যেখানে এক দিনের জন্য জ্বালানো হয়েছিল ২৫০০ মোমবাতি। মুজরা হলেও আধুনিক হওয়ার কারণ এতে ভারতীয় সংগীতের সুর ও তাল থাকলেও একই সঙ্গে পাশ্চাত্য বর্তমান ধারা ফুটিয়ে তোলা হয়েছে এবং নাচের ধরনটাও অন্য রকম।
সাদা রঙ এর ব্লাউজ এবং ধুতি, কোমরের উপরের অংশে অঙ্কিত ট্যাটু এমন আবেদনময়ী রুপেই গানে উপস্থিত প্রিয়াঙ্কা চোপড়া। সমসাময়িক, কথক এবং ইয়োগিক নৃত্যের অপূর্ব মিশ্রণ এবং প্রিয়াঙ্কার দৈহিক সৌন্দর্য সবমিলিয়ে চমৎকার এবং অভূতপূর্ব আইটেম গান এটি।
কয়েকবছর যাবত কথক নৃত্যের ট্রেইনিং নিয়েছেন তিনি, ফলশ্রুতিতে গানে খুব দক্ষতার সাথে তার কারিশমা দেখিয়েছেন তিনি, একইসাথে তার আবেদনময়ী প্রেজেন্টেশন গানটিকে ‘আইটেম সং অফ দ্য ইয়ার’ বানিয়ে দিয়েছে।
এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া খুব উচ্ছ্বসিত অনুভুতি জানিয়েছেন। একইসাথে অনলাইনের গানটির অভূতপূর্ব সাড়া এবং মুভির মুক্তির পর দর্শকদের গানটি নিয়ে উচ্ছ্বাসে তিনি গর্বিত এবং নির্ভারবোধ করেছেন বলে জানা গেছে। তিনি জানিয়েছেন – সঞ্জয় লীলা বানসালির সাথে কাজ করা একটি স্মরণীয় অভিজ্ঞতা – তার সৃজনশীল দৃষ্টি, শৈল্পিক ধ্যানধারণাই প্রিয়াঙ্কাকে অনুপ্রাণিত করেছে এরকম চমৎকার গান উপহার দেওয়ার জন্য।
উল্লেখ্য, শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ মুভিতে ‘রাম’ ও ‘লীলা’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাডুকন।
‘রাম চাহে লীলা’ গানটির ভিডিওঃ
তথ্যসূত্রঃ প্লানেটবলিউড