দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্বাচনকালীন অন্তর্র্বতী সরকার তাদের কাজ শুরু করেছে। কিন্তু প্রধান বিরোধী দল এই নির্বাচনে না আসার কারণে দেশ এক অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন মনে হয় কোন সমাধান আসবে কিন্তু পরবর্তীতে দেখা গেলো সেই ফোনালাপও ভেস্তে গেলো। এম এক পরিস্থিতিতে যখন মন্ত্রী পরিষদের নতুন সদস্যরা শপথ নিলেও তারপর খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করলেন। এমন একটা পরিস্থিতি দেখেও দেশবাসী আশান্বিত হয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই একই কাহিনী। আন্দোলন আর ধর্মঘট। দেশে এক অনিশ্চয়তা, যা বিগত বছর ধরেই চলে আসছে।
২১ নভেম্বর সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করে আলোচনায় সবার প্রস্তাব দেন। এমন বক্তব্য পত্র-পত্রিকা ও টিভি খবরে দেশের জনগণ দেখে বেশ উৎফুল্ল হয়ে ওঠেন। কিন্তু গতকাল শুক্রবার হঠাৎ করেই এ পরিস্থিতি যেনো পুরোটাই পাল্টে গেলো। আবার সেই সংঘাতের শঙ্কা দেখা দিলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘তফসিল ঘোষণা হলেই দেশ অচল করে দেওয়া হবে’- এমন বক্তব্যে দেশবাসী ফের নিমজ্জিত হলো এক গভীর শঙ্কায়।
বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপ কিংবা দেশের সুশীল সমাজ এবং ব্যবসায়ীদের শত চেষ্টা সবই যেনো বৃথা যেতে বসেছে। এতোসব মানুষের পরামর্শমূলক কথাবার্তার পরও যেন কিছুই হচ্ছে না। আর এমন পরিস্থিতিতে দেশ এগিয়ে যাচ্ছে এক অজানা আশংকায়। কি হবে এদেশের মানুষের। আগামী মাসগুলো জনগণ কিভাবে পার করবে? এমন আশংকায় দিন যাচ্ছে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষদের। পরিস্থিতি এমন হয়েছে যে জনগণ এখন মনে করছে, ‘এদেশে রাজনীতি বলে আর কিছু থাকা উচিত না’। রাজনীতিবিদদের কারণে এদেশের মানুষ একদিন যেমন তাদের অধিকার ফিরিয়ে পেয়েছিলেন। আর আবার এই রাজনীতিবিদদের কারণেই তাদের নিষ্পেশিত হতে হচ্ছে। আর কত? জনগণ এখন এসব হিংসা-হানাহানি থেকে মুক্তি চায়। জনগণ একটু শান্তিতে বাঁচতে চায়। এদেশের রাজনীতিবিদরা জন মানুষের সে আকাংখাকে মূল্যায়ন করবেন সেটিই সকলের একমাত্র প্রত্যাশা।
This post was last modified on নভেম্বর ২৩, ২০১৩ 10:20 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…