দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ খেলনা দিয়ে তো আমরা সবাইক ছোট বেলায় কম বেশি খেলেছি তবে পৃথিবী জুড়ে হাজার রকমের খেলনার মাঝে কোন খেলনা গুলো সবচেয়ে হাস্যকর? আজ দি ঢাকা টাইমস এই প্রতিবেদনে আপনাদের পৃথিবীর সবচেয়ে হাস্যকর ১০টি খেলনার বিষয়ে বিস্তারিত জানাবে।
১। Hitler Doll:
Hitler Doll হচ্ছে এমন এক ধরণের পুতুল যা অনেক শিশুর কাছেই দেখা যায় বিশেষ করে আমেরিকায় এই পুতুলকে হাসির খোরাক হিসেবেই বাবা মা সন্তানের জন্য কিনে দেয়।
২। Fish Cleaning Set:
এই খেলনাটি একটি আস্ত খেলনার মাছকে কেটে ভেতরের কাঁটা বাইরে বাহির করে আনতে হয়, এটি শিশুদের বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে। সমস্ত মাছটি কয়ক্টি টুকরায় ভাগ করা থাকে যা এক সাথে সংযুক্ত। ধাপে ধাপে সঠিক প্রক্রিয়ায় মাছের অংশ সমূহ পৃথক করাই হচ্ছে শিশুদের জন্য পরীক্ষা।
৩। iPotty
এটি হচ্ছে শিশুদের কমড যেখানে শিশুরা টয়লেট করতে করতেই আইপ্যড এর মাধ্যমে তাদের মনোনিবেশ করা হয়। দেখেই বুঝা যাচ্ছে এটি কতোটা হাস্যকর!
৪। Shaveable Hairy Baby
হ্যাঁ নাম শুনেই অবাক হওয়ার কথা, এই ধরণের পুতুল বাজারে পাওয়া যায়, শিশুরা এসব পুতুলের চুল কামিয়ে নিতে পারে এবং চুল সুমুহ আবার মেলে দিলেই যায়গা মত বসে যায়। এটা হাস্যকরও বটে।
৫। শিশুদের ATM
নাম শুনেই বুজেছেন এটি কোন সত্যিকারের টাকা উত্তোলনের ATM মেশিন নয়, এটি খেলনার মেশিন এখানে টাকাও রয়েছে যা প্লাস্টিকের।
৬। Gun O’ Clock
এটি এক ধরণের ঘড়ি যা alarm দিলে একে সাথে থাকা খেলনার বন্ধুক দিয়ে একটি নির্ধারিত জায়গায় নিশানা করে গুলি করতে হয়। শিশুরা বিষয়টি দিয়ে টার্গেট করা এবং লক্ষ্য নির্ধারণ করার অভ্যাসের মাধ্যমেই সকালে ঘুম ভেঙ্গে দিন শুরু করতে পারে।
৭। ফোলানো যায় এমন টাইটানিকঃ
টাইটানিক তো সবাই চিনেন কিন্তু শিশুদের জন্য এক ধরণের টাইটানিক খেলনা রয়েছে যা প্লাস্টিকের এবং একে ফুলিয়ে উপর থেকে গড়িয়ে নিচে থাকা পানিতে পরার ব্যবস্থা রয়েছে।
৮। Pregnant Baby
এটা অনেক হাস্যকর! শিশুর জন্য অন্তঃসত্ত্বা পুতুল! এ আবার কেমন! হ্যাঁ এমন এক ধরণের পুতুল বাজারে পাওয়া যায় যে কিনা অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে এবং সন্তানও প্রসব করে!
৯। Thumb Wrestling Set
দুই আঙুলের খেলা, এটি শিশুদের জন্য আনন্দ দায়ক একটি খেলনা হিসেবেই পরিচিত।
১০। My Cleaning Trolley
এটি শিশুদের পরিষ্কারের সরঞ্জাম সমৃদ্ধ একটি বক্স, এখানে সব ধরণের পরিষ্কার করার সরঞ্জামের ক্ষুদ্র সংস্করণ রয়েছে।
সূত্রঃ List25
This post was last modified on ডিসেম্বর ৩, ২০১৩ 10:45 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২২ অগ্রাহায়ণ ১৪৩২…
View Comments
অনেক দেরি হয়ে গেলো