দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয় দলের বর্তমান তারকা খেলোয়াড় সোহাগ গাজীকে চড় মারাতে মিরপুর রুপনগর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ সাময়িক বরখাস্ত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ৩ টার দিকে রুপনগর আবাসিক এলাকার ৭ নম্বর রোডে উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ সোহাগ গাজীর সাথে গাড়ি পার্ক করা নিয়ে বিতণ্ডায় জড়িয়ে যান এবং এক পর্যায়ে সোহাগ গাজীকে থাপ্পড় মেরে বসেন, ঘটনার পরে বিষয়টি থানার উপর মহলে গড়ালে উপপরিদর্শক (এসআই) ওয়াহিদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ এবং উপপরিদর্শক (এসআই)মইন দুইজন মিলে একটি সাদা গাড়িতে করে রূপনগর এলাকা টহল দিচ্ছিলেন, এসময় ৭ নম্বর রোডে সোহাগ গাজীর বাড়ির সামনে এসে পুলিশের গাড়িটি পার্ক করতে চান উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ কিন্তু ঐ স্থানে সোহাগ গাজীর ব্যক্তিগত গাড়ি পার্ক করা ছিল, ফলে পুলিশের গাড়ি থেকে বার বার হর্ন দেয়া হচ্ছিল, খানিক বাদে উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ গাড়ি থেকে নেমে সোহাগ গাজীর গাড়ির ড্রাইভারকে হুমকি দেন এবং গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করেন এসময় সোহাগ গাজী বাসা থেকে বেড়িয়ে এসে বাঁধা দিলে উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ সোহাগ গাজীকেও গ্রেফতারের হুমকি দেন এবং এক পর্যায়ে সোহাগ গাজীকে পুলিশের গাড়িতে তুলে নিতে চেষ্টা করেন। সোহাগ গাজী গাড়িতে না উঠায় ওয়াহিদ সোহাগ গাজীকে চড় মেরে বসেন।
অবশ্য চড় মারার পরেই যখন তিনি সোহাগ গাজীকে চিনতে পারেন সাথে সাথে হাত জড়ো করে মাফ চান। ঘটনার বিষয়ে রূপনগর থানায় জানা জানি হলে থানা থেকে তাৎক্ষণিক উপপরিদর্শক (এসআই) ওয়াহিদকে বরখাস্ত করা হয়।
এদিকে ঘটনার বিষয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত ওসি শামীম শিকদার মিডিয়াকে বলেন, “ঘটনা সত্যি উপপরিদর্শক (এসআই) ওয়াহিদ সোহাগ গাজীকে অন্যায় ভাবে থাপ্পড় মারে এতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।”
সোহাগ গাজী এই বিষয়ে বলেন,”তারা আমার পরিচয় জানার পরেও আমার এবং আমার ড্রাইভারের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে এতে আমি যথেষ্ট অপমানিত হয়েছি।”
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 11:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা নাজমুন মুনিরা ন্যানসির পথেই হাটছেন তার কন্যা মার্জিয়া বুশরা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক। কিন্তু সিংহশাবকের মাথায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৪ চৈত্র ১৪৩১…
View Comments
এস আইরে পুটকি মারি.....
এসা আই ওয়াহিদ জেন তার চাকরী ফিরে না পায়,ওর গালে জুতার বারী যাড়ুর বারী।