দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিয়েতনাম যুদ্ধের কথা অনেকেই জানেন – এই যুদ্ধে আমেরিকা হেরে যায়। ৪০ বছর আগে হওয়া এই যুদ্ধে মার্কিন জেট বিমান দক্ষিণ ভিয়েতনামের উপর দিয়ে টহল দিতো। এইসময় জেট বিমান থেকে নিক্ষেপ করা ফুয়েল ট্যাঙ্ক। মাটিতে পড়ার পর ভিয়েতনামের কৃষকরা ট্যাঙ্কের যে অভিনব ব্যবহার করতেন তা দেখুন।
সামরিক যুদ্ধের জেট বিমানগুলো জেপি-৮ নামক ফুয়েলে চলে যা বিমানের সাথে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কে জমা থাকে। ফুয়েল শেষ হয়ে গেলে বিমানের ওজন কমানোর জন্য ফুয়েল ট্যাঙ্ক বিমান থেকে নিক্ষেপ করা হয়। সেসব ট্যাঙ্ক সংগ্রহ করে ভিয়েতনামের কৃষকরা তাদের কাজে ব্যবহার করেন। আসুন এই সম্পর্কিত কয়েকটি ছবিতে চোখ বুলিয়ে নেই।
১)
আমেরিকা এয়ার ফোর্স বড় বড় ফুয়েল ট্যাঙ্ক গুলো ফেলে দিতেন। এর ফলে পাইলট এবং বিমান সুরক্ষার রণকৌশল শাণিত হতো।
২)
ফুয়েল ট্যাঙ্ক সারাদেশের যেখানে সেখানেই পড়ে থাকতে দেখা যেত। সেই ট্যাঙ্ক কৃষকরা সংগ্রহ করে, নিজেদের ব্যবহার্য জিনিসে রূপান্তর করতো।
৩)
অস্থায়ী ডিঙ্গি নৌকা বানানোই হতো সবচেয়ে বেশি।
৪)
ইঞ্জিন বসিয়ে পানিতে দ্রুত চলার ব্যবস্থাও ছিলো সেসব ডিঙ্গিতে। অবাক হতে হয় তাদের উদ্ভাবনী ক্ষমতা দেখে।
যদিও বিষয়টি তাদের জন্য সেসব সৌভাগ্যের বিষয় মনে হচ্ছে – আদতে ব্যাপারটি তেমন নয়। এই রক্তক্ষয়ী যুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক,সামাজিক সব ক্ষেত্রেই প্রচুর মূল্যই দিতে হয়েছে ভিয়েতনামবাসীদেরকে।
তথ্যসূত্রঃ ভাইরালনোভা
This post was last modified on অক্টোবর ৩০, ২০১৪ 11:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…