দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জামিন মঞ্জুর হয়েছে বিএনপি’র চার নেতার। মতিঝিল থানায় করা পৃথক দুটি মামলায় বিএনপির চার নেতার অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন আবেদনের শুনানি হওয়ার পর আদালত জামিন মঞ্জুরের এ আদেশ দেন।
এই চার নেতা হলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার এবং বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
জানা যায়, এ নিয়ে তাঁরা চারটি মামলায় জামিন পেলেন। তাঁদের বাইরে বের হওয়া নিয়ে এখনও জটিলতা রয়েছে। কারণ তাঁদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে।