দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিশোরগঞ্জের রোববারের ব্যাংক লুটের ঘটনা এখনও রহস্যবৃত। পুলিশ এখনও কোন কুল-কিনারা করতে পারেনি। ব্যাংক ম্যানেজারসহ কয়েকশ’ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পার্শ্ববর্তী ভাড়াটিয়া সোহেলকে খুঁজছে পুলিশ।
অভিজ্ঞরা বলছেন, ব্যাংক লুটের এই ঘটনা কেবল দুঃসাহসিকই নয়- এটি একটি অভিনবও বটে। এ ধরনের অভিনব কায়দায় ব্যাংক লুটের ঘটনা দেশের ইতিহাসে এই প্রথম।
গত রবিবার কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখা থেকে সুড়ঙ্গপথে বিশাল অঙ্কের টাকা লুটের বাস্তব এই ঘটনায় জাতি হতভম্ব। ওই শাখাটির নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যেও এই ‘অভিনব’ লুটের ঘটনাটি কিভাবে ঘটলো তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। অবিশ্বাস্য এ আলামতের রহস্য উদঘাটনে সর্বোচ্চ শক্তি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালিয়ে গেলেও খোঁজ কিংবা পরিচয় মিলে নি ‘সোহেল’ নামের সেই রহস্যময় যুবকেরও। তবে মাটির নিচ দিয়ে তৈরী সুড়ঙ্গপথটি নিয়ে চাঞ্চল্যের শেষ নেই কৌতূহলী মানুষজনের। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামানও গতকাল সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ রকম তথ্য দিলেন। তিনি এটিকে অভিনব কায়দায় নতুন ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে সংবাদ মাধ্যমকে জানালেন, ‘এ ধরনের ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে ঘটেছে বলে আমার জানা নেই। অতীতে হয়ে থাকলেও হতে পারে। তবে নিকট অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি।’
ঘটনাস্থল ঘুরে আসা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমের বিবরণ অনুযায়ী, কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকার প্রধান সড়ক ঈশা খাঁ রোডে দ্বিতল ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের ওই শাখা। এর পূর্বপার্শ্বে প্রায় ৬ ফুটের মতো গলিপথ রয়েছে। গলিপথ সংলগ্ন মরহুম ভাষাসৈনিক আমিনুল হকের টিনশেড বাসার প্রথম কক্ষটি থেকেই তৈরি করা হয় ওই সুড়ঙ্গপথ। ব্যাংকের ভল্ট থেকে সবচেয়ে কম দূরত্বের ওই কক্ষটির মেঝে খুঁড়ে তৈরি প্রায় ১৮ ফুট দীর্ঘ সুড়ঙ্গটি গলির পাকা রাস্তার নিচ দিয়ে শেষ হয়েছে ভল্টের মেঝেতে গিয়ে। বিল্ডিংয়ে সেন্টারিং যেভাবে করা হয় ঠিক সেভাবে সুড়ঙ্গের দু’পাশের পাড়ে বাঁশের খুঁটি এবং উপরে বাঁশ-কাঠ দেয়া হয়েছে- যাতে ধ্বসে না পড়ে। সুড়ঙ্গপথে আলো সরবরাহের জন্য বিদ্যুতের তারও টানা রয়েছে। প্রায় সাড়ে ৩ ফুট উঁচু ও ৩ ফুট প্রস্থ সুড়ঙ্গপথ ধরে একজন মানুষ মোটামুটি অনায়াসেই যাতায়াত করতে পারবেন। এ কাজ করতে অন্তত ৬ মাস সময় লেগেছে বলে ধারণা দিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এই সুড়ঙ্গপথ দিয়েই ব্যাংক বন্ধ থাকার দিন শুক্রবার কিংবা শনিবারের কোন এক সময় ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।
পুলিশ বলেছে, বাসার ওই কক্ষের ভাড়াটিয়ার নাম সোহেল। পুলিশ ধারণা করছে ওই যুবকই এ দুর্র্ধষ লুটের ঘটনার সঙ্গে জড়িত। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পনা থেকেই বছর দু’য়েক আগে সে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠে। এ কারণে তদন্তের অন্যান্য বিষয়ের পাশাপাশি ওই যুবকের পরিচয় ও খোঁজ পাওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আইনপ্রয়োগকারী সংস্থা। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ সোহেলের পরিচিত হতে পারে এমন ২ নারী ও ২ পুরুষকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে ইতিমধ্যেই। সব প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। অন্যদিকে ডিআইজি নূরুজ্জামান বলেন, বড় কোন ঘটনা ঘটতেই পারে। তবে আমরা আশাবাদী, যে ধারায় তদন্তকাজ এগিয়ে চলেছে, শিগগিরই সব বেরিয়ে আসবে।
উল্লেখ্য, প্রায় ৮ বছর আগেও একবার ব্যাংকের দোতলায় ভেন্টিলেটর দিয়ে চোর ঢুকেছিল এই শাখায়। তবে দোতলায় কোন টাকা-পয়সা থাকে না বলে ক্ষতি হয়নি তখন।
This post was last modified on জানুয়ারী ২৮, ২০১৪ 12:08 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…