জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সতর্কতা ॥ জনগণকে জাল নোটের বিষয়ে সচেতন করতে উদ্যোগ

ঢাকা টাইমস্‌ রিপোর্ট ॥ সামপ্রতিক সময়ের মধ্যে বড় একটি জালনোট চক্র ধরা পড়ার পর জালনোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে।

জানা যায়, জাল নোট প্রতিরোধে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসকেও এ বিষয়ে তৎপর থাকতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সহযোগিতা চেয়ে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া জেলা শহরগুলোয় ব্যাংক, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে গঠিত জাল নোট প্রতিরোধ সংক্রান্ত কমিটিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আসন্ন ঈদকে কেন্দ্র করে লেনদেন বাড়ার সুযোগ নিয়ে জালচক্রের সদস্যরা বাজারে জাল নোট ছাড়তে পারে এ আশংকায় কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ছেঁড়া-ফাটা নোট বদল কিংবা চাহিদার প্রয়োজনে প্রতিবছর ঈদের আগে বড় অংকের নতুন নোট বাজারে ছাড়া হয়। এ কারণে ঈদ, কোরবানি, পূজা বা বড় ধরনের উৎসবের আগে জাল নোট চালানোর প্রবণতা বাড়ে। সে সময় বড় বড় শপিংমল, গরুর হাট, বাস স্টেশনসহ বিভিন্ন স্থানে ভিড়ে জালনোট চালানোর প্রবণতা দেখা যায়।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক রোববার ২৯ জুলাই থেকে বাজারে নতুন নোট ছাড়া শুরু করেছে। ১৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। আসন্ন ঈদে বাংলাদেশ ব্যাংক এবার সাড়ে ১৭ হাজার কোটি টাকা বাজারে ছাড়ছে। এর মধ্যে নতুন নোট রয়েছে ১১ হাজার কোটি টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার জানান, বিভিন্ন উৎসবকে সামনে রেখে টাকার চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক বাজারে বেশি টাকা ছাড়ে। নতুন নোট বাজারে এলে জাল নোটের ঘটনা বাড়ে। এজন্য কোন অবস্থাতেই ব্যাংকিং সিস্টেমে যেন জাল নোট ঢুকতে না পারে সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, সব শাখায় উন্নত প্রযুক্তির জাল নোট শনাক্তকরণ মেশিন ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জালনোট বিষয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি উল্লেখ করেন, আমরা জাল নোট পুরোপুরি নির্মূল করতে চাই। এজন্য জাল নোট প্রতিরোধ কমিটিকে আরও সক্রিয় করা হচ্ছে। এছাড়া জনগণকে জাল নোটের বিষয়ে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে

নদীমাতৃক বাংলাদেশের অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ মে ২০২৪ খৃস্টাব্দ, ১৯ বৈশাখ ১৪৩১…

% দিন আগে