দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিভিন্ন দেশ থেকে ভারতে ভ্রমন এবং ভারত থেকে বিভিন্ন দেশে বিমানে ভ্রমণের ক্ষেত্রে ভারত সরকার নতুন নিয়ম চালু করেছে। ভ্রমনকারীদের ১০ হাজার রুপির বেশি অর্থ বহনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকরী হবে।
শুল্ক ও অভিবাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতে ভ্রমণের ক্ষেত্রে কিংবা ভারত থেকে যদি কোন নাগরিক দেশের বাইরে কোথাও বিমানে ভ্রমন করেন, এবং সাথে যদি ১০ হাজার রুপির বেশি অর্থ বহন করেন, তবে তাদের বর্তমান ফর্ম পূরণের নিয়মের বাইরেও আলাদা একটি ফর্ম পূরণ করতে হবে।
এক্ষেত্রে যাত্রীদের প্রয়োজনীয় ফর্ম পূরণ করা ছাড়াও বাড়তি তথ্য দিতে হবে। এসব বাড়তি তথ্য হচ্ছে, সাথে নেয়া ব্যাগের বিষয়ে বিস্তারিত তথ্য, সাথে থাকা অর্থের বিষয়ে বিস্তারিত তথ্য, ভারতে ভ্রমণের আগে সর্বশেষ পাঁচটি দেশ ভ্রমণের তালিকা, পাসপোর্ট নম্বর, কাস্টমস ক্লিয়ারেশানের ফর্ম নম্বর, সাথে ভ্রমনকারীরা কি কি পণ্য বহন করছেন তার তালিকা এবং হাত ব্যাগ এর সংখ্যাও জানাতে হবে।
আগে সাধারণত এত তথ্য দিতে হতনা। নতুন এই নিয়ম ভারতীয় বিদেশগামী নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে যে সব নাগরিকের সাথে ১০ হাজার রুপির বেশি অর্থ থাকবে তারাই কেবল বাড়তি এসব তথ্য দিতে হবে। ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন ভারতীয় নাগরিককে এই তথ্য দিতে হবেনা।
উল্লেখ্য সম্পূর্ণ বিষয়ে মার্চ মাসের এক তারিখে ভারতীয় অর্থ মন্ত্রণালয় নিজেদের একটি প্রজ্ঞাপনে জানিয়েছে। শনিবার ১ মার্চ থেকে ভারতের সকল বিমান বন্দরে যাত্রীদের ১০ হাজার রুপির বেশি নিয়ে প্রবেশের সময় এবং বিদেশ ভ্রমণের সময় ‘ইন্ডিয়ান কাস্টমস ডিক্লারেশন ফর্ম’এ বাড়তি তথ্য সংযুক্ত করতে হবে। অতএব বাংলাদেশ থেকে বিমানে ভারত ভ্রমণের ক্ষেত্রে আপনিও এসব তথ্য দিতে প্রস্তুত থাকুন।
সূত্রঃ টাইমসঅবইন্ডিয়া
This post was last modified on মার্চ ১০, ২০১৪ 1:07 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…