দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি মর্মার্থ উদ্ধার করা হয়েছে ১৮০০ বছরের পুরাতন একজন রোমান সৈনিকের চিঠির। চিঠিটি মিশরীয় Aurelius Polion এর এবং সে রোমান অঞ্চলে যুদ্ধ ফ্রন্টে ভলান্টিয়ার হিসাবে নিয়োজিত ছিলো। বাড়ি এবং মা, ভাই, বোনদের প্রতি ভালোবাসার স্বাক্ষর থাকা চিঠি সম্পর্কে জেনে নিন।
চিঠিটি প্রায় এক শতক আগে এক প্রত্নতাত্ত্বিক অভিযানে বার্নাড গ্রানফিল এবং অথোর হান্ট মিশরীয় এক মন্দিরে চিঠি আবিষ্কার করেন। অর্থ উদ্ধার করা সম্ভব না হওয়ায় চিঠিটি ইনফ্রারেড চিত্রলিপিতে রুপান্তর করা হয়েছিলো।
চিঠিটির পেছন অংশে উল্লেখ রয়েছে যেন চিঠি সামরিক কর্মচারী Acutius Leon কে প্রেরণ করা হয় যাতে লোকটি চিঠিটি সৈনিকের ফ্যামিলির কাছে পৌছাতে পারে। রোমান সাম্রাজ্যের ডাক যোগাযোগ থাকার পরেও সৈনিকটি সেটি ব্যবহার করেন নি বরং সামরিক কর্মচারীর উপরেই ভরসা করন।
চিঠিতে রয়েছে সৈনিকটির বাড়ি ফিরে যাওয়ার আকুতি। চিঠিতে লোকটির মা,ভাই এবং বোনকে উদ্দেশ্যে করে লেখা হয়েছে। তাদের সুস্বাস্থ্য মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থণার কথা উল্লেখ আছে সেখানে।
তাদের প্রতি অভিমান করে লিখেছে, ‘সে তাদের প্রতি লেখা বন্ধ করবে না যদিও তাকে তারা মনে রাখেনি। সে তাদের জন্য দুশ্চিন্তাগ্রস্থ কারণ সে তাদেরকে চিঠি লিখলেও তারা সে কেমন আছে জানতে চেয়ে একটিও চিঠি লিখেনি।
গবেষকরা দুর্বোধ্য সেই চিঠির অর্থ অধিকাংশই উদ্ধার করেছেন। কিছু অংশ না পাওয়া যাওয়ায় কিছু বাক্য অসম্পূর্ণ রয়ে গেছে।
সৈনিকটি উল্লেখ করেছে যে চিঠির উত্তর না পেয়েও পূর্বে ছয়টি চিঠি পাঠিয়েছে সে। তার ভাইকে লিখেছে – কমান্ডারের কাছ থেকে ছুটি নিয়ে ভাই হিসাবে সে তার কাছে যাবে। এমন সব আকুতি ভরা আবেগময় কথা পুরো চিঠি জুড়ে। বর্তমানে চিঠিটি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বানক্রফট লাইব্রেরীতে সংরক্ষিত রয়েছে।
তথ্যসূত্রঃ ডেইলিমেইল