জেনে নিন আপনার সঙ্গীকে বিমোহিত করার ৫টি উপায়

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আমাদের সবার জীবনেই কাছের মানুষটির গুরুত্ব অনেক বেশি। আপনার সঙ্গীকে আপনার প্রতি বিমোহিত করার ৫টি উপায় নিয়ে জানাতে আজকের এই আয়োজন।


প্রত্যেকেই তার জীবনের বিশেষ মানুষটিকে নিয়ে ভালো থাকতে চায়। নিজের করে ধরে রাখতে চায়। কিন্তু সবার জীবনেই কি বিশেষ কেউ থাকে? না থাকলেও সেই কল্পিত মানুষটিকে ঘিরে আমাদের মাঝে থাকে হাজারো ভাবনা। তবে যাদের জীবনে বিশেষ কেউ নেই তাদের যেমন হতাশ হবার কিছু নেই ঠিক তেমনি যারা প্রিয় মানুষটিকে ইতিমধ্যে পেয়ে গেছেন কিন্তু নানা দ্বিধা –দ্বন্দে ভুগছেন কী করে তাকে নিজের প্রতি আরো বিমোহিত করে তুলবেন, এই আয়োজনটি তাদের জন্যই। চলুন জেনে নেয়া যাক সেই ৫টি উপায় সম্পর্কে ।

১। বিশ্বাস করতে শিখুন

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা কোনো সম্পর্কে জড়াতে চান, মনে মনে এ ভেবে উদ্বেলিতও হন কিন্তু মনের কথাটি বলার আগেই পিছিয়ে আসেন। আবার কেউ কেউ ভাবেন তার ভাবনার মতো করেই হয়তো তার স্বপ্নের মানুষটি সামনে এসে দাঁড়াবেন কিংবা যেমনটা তাকে নিয়ে ভেবেছেন মানুষটি হয়তো তেমনই হবে। কিন্তু মনে রাখবেন এইসব আবেগ অনুভূতি কিন্তু এমনি এমনি এসে আপনার সামনে ধরা দেবে না। আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আগে।

আপনি যদি ধরে নেন আপনাকে দিয়ে পরিপূর্ণ কোনো সম্পর্ক তৈরি করা সম্ভব হবে না বা সম্পর্কে আপনি ভালো কোনো ফলাফল দিতে পারবেন না, তাহলে এই ভাবনাটা এখনই বন্ধ করে দিন। আপনাকে দিয়েই হবে শুধু এই চিন্তাটা মাথায় রাখুন। নিজের প্রতি বিশ্বাসটা ধরে রাখুন।

Related Post

২। পুরনো ক্ষতকে ভুলে যেতে শিখুন

অতীত থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি প্রতিনিয়ত। কিন্তু যে অতীত আমাদের পেছনেই নিয়ে যাবে সেটা নিয়ে পড়ে থাকার মানে নেই। আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন আপনার সঙ্গীটিকে নিয়ে আপনি এগিয়ে যাবেন সামনের দিকে তাহলে শুধু শুধু অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। যে অতীত আপনাকে রক্তাক্ত করবে সেটা ভুলে যাওয়াই ভালো।

নিজেকে যদি আপনি ভালবাসতে জানেন তাহলে অবশ্যই আপনাকে এসব ভুলে যেতে হবে। কারণ ব্যথাময় অতীত আপনাকে বিষণ্ণই করবে, আপনাকে মলিন করে রাখবে।

৩। নিজেকে ভালবাসতে শিখুন

আপনি নিজে যা যা ভালোবাসেন আপনার প্রিয়জনও আপনার সে ব্যাপারগুলোকে ভালোবাসুক আপনি নিশ্চয়ই সেটাই চাইবেন। তাহলে আপনার নিজেকেই আগে নিজে ভালোবাসতে হবে। আপনি যে যে উপায়ে নিজেকে সম্মানিত দেখতে চাইবেন অন্যের কাছে সে সে ব্যাপারগুলো নিজের মাঝেই একটু একটু করে তৈরি করুন, সে সব গুণ গুলোকে নিজের মাঝে ধারণ করুন। নিজের সর্বোচ্চ যত্ন নিন। নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গকে ভালোবাসুন, নিজের ভালো গুণগুলোকেও ভালোবাসুন।

৪। জীবনকে উপভোগ করতে শিখুন

আপনার মনের ছাপ আপনার চেহারাতেও পড়ে তা নিশ্চয়ই জানেন আপনি। জীবনে কমবেশি দুঃখ-বেদনা সবারই থাকে। অভিমান করে কেউ কেউ সব ধরণের আনন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আরো দুঃখী হয়ে থাকতে পছন্দ করে। কিন্তু এটা ভুল সিদ্ধান্ত। আমরা জীবনে যে কয়দিনই বাঁচি না কেন প্রতিটা মুহূর্তকে আমাদের উপভোগ করা উচিত। প্রাণ খুলে হাসা উচিত। এতে মনের গ্লানি অনেকটা কমে যায়। আপনাকে দেখাবে নির্ভার। আর আপনার খুশী খুশী মুখটা দেখতে আপনার সঙ্গীটিরও ভালো লাগবে নিঃসন্দেহে।

আমাদের অনেকের মাঝে এই চিন্তাটা কাজ করে আমাদের সুখ- হাসি- আনন্দ সব কিছুই বুঝি আমাদের সঙ্গীটির মাঝে বিদ্যমান, তার কাছেই বুঝি সব গচ্ছিত আছে। কিন্তু এই ধারণাটিও ভুল। আপনার জীবন আপনার, একে আপনি উপভোগ করুন, দেখবেন আপনার সঙ্গীটিও আপনার মতো করেই জীবনকে ভালবাসবেন, আপনার আনন্দিত ভাবের কারণে সেও আপনার সঙ্গ পছন্দ করবে।

৫। আপনার মনকে সতেজ রাখুন

আপনি সত্যিই যদি আপনার সঙ্গীটিকে নিজের প্রতি বিমোহিত রাখতে চান তাহলে অবশ্যই আপনার মনকে সতেজ রাখতে হবে। মনমরা মানুষ দেখতে এমনিতেও আমরা পছন্দ করি না। সুতরাং আপনার সঙ্গীটিই বা কেন করবে।

তাই সব সময় মনকে প্রফুল্ল রাখুন। কারণ আপনি ফুরফুরে মেজাজে থাকলে সব কাজেই আপনি শক্তি, উদ্যম এবং আনন্দ পাবেন। আপনার প্রাণ প্রাচুর্যের ছটা ছড়িয়ে পড়বে আপনার সঙ্গীটির উপরেও। এতে জীবনটা আরো উপভোগ্যময় হয়ে উঠবে।

আশা করছি উপরোক্ত উপায়গুলো অনুসরণ করলে সহজেই হয়ে উঠবেন আপনার সঙ্গীর কাছে আকর্ষণীয় এবং সম্মানিত। তো আর না ভেবে নিজেকে গোছাতে শুরু করুন আর হয়ে উঠুন নিজের প্রতি যত্নবান।

তথ্যসূত্র : MIND BODY GREEN

This post was last modified on এপ্রিল ৬, ২০১৪ 11:38 পূর্বাহ্ন

Aporna Mommoy

Recent Posts

আবারও বিয়ের পিড়িতে বসলেন সানি লিওন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…

% দিন আগে

ব্র্যাক ব্যাংক এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…

% দিন আগে

৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…

% দিন আগে

অবার এক প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পিরিয়ডকালীন কী ধরনের খাবার খেলে রক্তাল্পতার ঝুঁকি এড়ানো যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…

% দিন আগে