দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ রবিবার শুরু হয়েছে চতুর্থ পর্যায়ের ৯১ উপজেলা নির্বাচন। সকাল ৮টায় শুরু হওয়া এই নির্বাচন চলবে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত।
ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠু করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেনাবাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।
সেনাবাহিনীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ব্যাপকভাবে নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত রয়েছেন। গত তৃতীয় দফা উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা হওয়ায় নির্বাচন কমিশন কঠোরভাবে আইন শৃংখলা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। আর সেই মোতাবেক আইন শৃংখলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী আজকের নির্বাচনে ৯১টি উপজেলায় ১ হাজার ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থী আছেন ৩৮৯ জন। ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৪৮৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকের নির্বাচনে।
আজকের নির্বাচনী এলাকায় মোট ভোটার রয়েছে ১ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬৯ লাখ ৭ হাজার ৯৫৬ জন। অপরদিকে নারী ভোটার সংখ্যা ৬৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। আজকের নির্বাচনে ৯১টি উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫ হাজার ৮৮২টি। অপরদিকে ভোটকক্ষ ৩৭ হাজার ৩৩৮টি।
প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার এবং প্রতি ভোট কক্ষে একজন করে সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
নির্বাচনী এলাকায় প্রার্থী, নির্বাচনী কর্মী এবং ভোটারদের আইন লংঘনে তাৎক্ষণিক শাস্তি দিতে ৩৬৪ জন নির্বাহী ও ৯১ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে নির্বাচন কমিশন।
সর্বশেষ খবর অনুযায়ী এসব নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
This post was last modified on মার্চ ২৩, ২০১৪ 10:00 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্যান্টটি নির্মাতা সংস্থা হলো খ্যাতনামা ফরাসি পোশাক প্রস্তুতকারক সংস্থা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৩ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৯ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য বিশেষ করে চোখ নিয়ে আমরা অধিকাংশ সময় চিন্তিত থাকি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো দিন গড়াচ্ছে ততোই প্রযুক্তির উৎকর্ষ আমাদের দৈনন্দিত জীবনকে এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদ উপলক্ষ্যে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গলের ভিতর ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল একটি ষাঁড়। দূর হতে…