দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ল্যাপটপ নির্মাতারা কয়েক বছর যাবৎ ল্যাপটপের বিভিন্ন ফিচারের উপর পরীক্ষামূলক গবেষণা চালাচ্ছে। যার ফলশ্রুতিতে বাজারে অনন্য ডিজাইনের কিছু ল্যাপটপ দেখা যাচ্ছে। আজ আমরা পাঠকদের জন্য বাজারে প্রচলিত অসাধারণ ছয়টি ডিজাইনের ল্যাপটপের বিভিন্ন ফিচার তুলে ধরবো।
১. সনি ভায়ো ডুয়ো ১৩
সনি ভায়ো ডুয়ো ১৩ এর বিভিন্ন ফিচার ল্যাপটপের জগতে সনিকে দিয়েছে নতুনত্ব। এটি একইসাথে ট্যাবলেট ও ল্যাপটপ হিসেবে ব্যবহার করা যাবে। একটি ট্যাবলেট পিসির মতোই এটি অনেক হালকা এবং একইসাথে এর ট্র্যাকপেডের মাধ্যমে কিবোর্ডের সাহায্যে একে ব্যবহার করা যায় ল্যাপটপ হিসেবে। এতে রয়েছে ১৩.৩ ইঞ্চির পুরোপুরি হাইডেফিনেশন টাচ-স্ক্রীন। এর ওজন মাত্র ১.৩ কিলোগ্রাম।
২. এসার আইকনিয়া ডব্লিউ ৪
ট্যাবলেট পিসির জগতে এসার হলো একমাত্র প্রতিষ্ঠান যাদের ডিভাইসগুলোতে উইন্ডোজ ৮ এর অভিজ্ঞতা পুরোপুরি লাভ করা যায়। ঠিক তেমনি তাদের তৈরি ডব্লিউ ৪ ব্যবহারকারী উইন্ডোজ ৮ এর স্বাদ উপভোগ করতে পারবেন। এইবছর এসার তার ডব্লিউ ৪ ডিভাইসে নতুন ধরনের ফিচার যোগ করেছে যার ফলে ব্যবহারকারী ডিভাইসটি একইসাথে ট্যাবলেট ও ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে পারবে। তার পাশাপাশি ব্যবহারকারী ইচ্ছে করলেই তার ডব্লিউ ৪ ডিভাইসটি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন।
৩. আসুস তাইছি
এটা অবশ্যই একটি অন্যরকম অভিজ্ঞতা যে একটি স্ক্রীনের বদলে দুইটা স্ক্রীন ব্যবহার করা বিষয়টা অনেকটা একটা ঘুরানো চেয়ারের মতো যে আপনি চাইলেই যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরতে পারবেন। আসুস তাইছির ডুয়েল স্ক্রীন আপনাকে সেরকম অভিজ্ঞতা দিবে। এর দুটি স্ক্রীন পুরোপুরি হাইডেফিনেশন রেজুলেশনের। তাছাড়া একটি স্ক্রীন স্পর্শকাতর প্রযুক্তি বিশেষ। স্ক্রীন দুটি একটি অপরটির আয়নার মতো কাজ করে।
৪. ডেল এক্সপিএস ১২
ডেল এক্সপিএস ১২ বাজারে এসেছিল ২০১২ সালের শেষের দিকে, তারপর ২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ইন্টেল প্রসেসর দ্বারা একে আপডেট করা হয়। যাই হোক এটি এখন পর্যন্ত তার নতুন ধরনের ডিজাইনের জন্য বাজারে রয়েছে। এক্সপিএস এর ডিজাইনকে বলা হয় ফেরিস হুইল ডিজাইন। একটি অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে এর স্ক্রিনকে ঘুরানো যায়। এছাড়াও এর স্ক্রিনটি স্পর্শকাতর।
৫. আসুস ট্রান্সফরমার ট্রিও
আসুস ট্রান্সফরমারকে বলা যায় নতুনত্বের বিস্ফোরণ। শুধুমাত্র আলাদা করা যায় এমন স্পর্শকাতর পর্দার জন্য নয়। এতে দুটি অপারেটিং সিস্টেম একই সাথে রয়েছে। অপারেটিং সিস্টেম দুটি হলো উইন্ডোজ ৮ এবং অ্যান্ড্রয়েড। একে ব্যবহারকারী একইসাথে উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবে।
৬. এসার অ্যাস্পায়ার আর ৭
এসার অ্যাস্পায়ারের ডিজাইনকে বলা হয় ইজেল ডিজাইন। এর স্ক্রিনটি একটি কবজার মাধ্যমে কীবোর্ডের সাথে যুক্ত থাকে ফলে একে স্পর্শকাতর অবস্থায় ব্যবহার করতে চাইলে ভাঁজ করে ফেলা যায়। একে বলা হয় ইজেল মুড।
স্পর্শকাতর প্রযুক্তির বৃদ্ধির সাথে সাথে ল্যাপটপ প্রযুক্তিতেও নতুনত্ব এসেছে। ফলে ল্যাপটপগুলোতে দেখা যাচ্ছে একধরণের ফিউশন অর্থাৎ একইসাথে দুই ধরনের স্ক্রিন ব্যবহার। যার ফলে ব্যবহারকারীর ব্যবহারে অনেক সহজ হয়েছে।
তথ্যসূত্রঃ টাইমসঅবইন্ডিয়া
This post was last modified on এপ্রিল ১, ২০১৪ 1:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা নাজমুন মুনিরা ন্যানসির পথেই হাটছেন তার কন্যা মার্জিয়া বুশরা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক। কিন্তু সিংহশাবকের মাথায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৪ চৈত্র ১৪৩১…