দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ১৪ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ১ বৈশাখ ১৪২১ বঙ্গাব্দ, ১৩ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষের প্রথম প্রহরে পান্তা ইলিশের আয়োজনে সকলকে আমন্ত্রণ।
বৈশাখের প্রথম প্রহরে পান্তা ইলিশের মজা পেতে হলে আপনাকে যেতে হবে রমনার বটমূলে। বাঙালিদের মিলন মেলায় পরিণত হবে রমনা বটমুলের বৈশাখের মেলায়।
১ বৈশাখ বাঙালি জাতীয় কৃষ্টি-কালচার এবং অতীত ঐতিহ্য সব কিছুই বহন করে। বৈশাখ এলে শুরু হয় ‘হালখাতা’। শত বছরের বাঙালিদের এক ঐতিহ্য বহন করছে এই ‘হালখাতা’। পুরাতন বছরের পুরোনো খাতার হিসাব চুকিয়ে নতুন বছরে নতুন খাতা খোলাকেই বলা হয়ে থাকে ‘হালখাতা’।

ব্যবসয়ীরা পুরাতন দেনার হিসাব চুকিয়ে দেন এই ‘হালখাতা’র দিন। এজন্য মিষ্টি মুখ করা বা ভুড়ি ভোজের আয়োজন থাকে ব্যবসায়ীদের। এমন নানা আনন্দঘন আয়োজন থাকে বৈশাখে।
আবার সকলকে সকালের পান্তা ইলিশের আমন্ত্রণ। নববর্ষের শুভেচ্ছা।