দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকাল রাত থেকে হঠাৎ করেই ঢাকা মেডিকেলে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজশাহীসহ দেশের বেশ কিছু হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। তবে সাংবাদিকদের সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে।
হঠাৎ করেই গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জানানো হয়েছে, এই নতুন নিয়মে, হাসপাতালে প্রবেশের আগে নিতে হবে অনুমতি। এক্ষেত্রে সংবাদ সংগ্রহের সময় একজন আনসার সদস্যকে সার্বক্ষণিক ওই সংবাদ কর্মীর সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আবাসিক সার্জন কেএম রিয়াজ মোর্শেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে আরও বলা হয়েছে, তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কোনো সাংবাদিক প্রবেশ করলে তারজন্য যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলো জানানো হয়।
তাতে আরও বলা হয়েছে, হাসপাতালের কর্তৃপক্ষের দেয়া গেটপাস গলায় ঝুলিয়েই কেবল ভেতরে তথ্য সংগ্রহ করতে হবে সাংবাদিকদের। সেইসঙ্গে রেজিস্টার বইতে লিপিবদ্ধ করতে হবে নাম, ঠিকানা, প্রবেশ ও বের হওয়ার সময়।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠনগুলো। গতকাল রাতে এক প্রতিবাদে বলা হয়, সাংবাদিকদের কর্তব্য পালনে বাঁধা সৃষ্টির উদ্দেশ্যেই কর্তৃপক্ষ এমন মনগড়া সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকরা এর তীব্র প্রতিবাদ ও অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছে।
This post was last modified on এপ্রিল ২৭, ২০১৪ 2:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…