The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বিশ্বের বড় বড় কয়েকটি নদীর দুই রঙের মোহনা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ দুই নদীর মিলিত স্থানকে বলা হয় মোহনা। সাধারণত বড় নদীগুলোর ক্ষেত্রে মোহনার মিলিত স্থানটিকে ভালোভাবে বোঝা যায়। কেননা জলস্রোতের পার্থক্য এবং নদীর জলের রঙের কারণে এই মোহনাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমরা পাঠকদের জন্য এমনি কিছু মোহনার কথা তুলে ধরবো।


Confluence-of-the-Thompson-and-Fraser-Rivers-in-Lytton-BC-Canada.

১. কানাডার থমসন ও ফ্রেসার নদীর মোহনা

থমসন নদীটি ব্রিটিশ কলম্বিয়ার অন্যতম দীর্ঘতম নদী। এছাড়াও এই নদীটি খরস্রোতা এবং দুপাশের গিরিপথ বিশেষভাবে উল্লেখ করার মত। এটি মিলিত হয়েছে ফ্রেসার নদীর সাথে। থমসন নদীর পরিস্কার পানির কারণে এর মোহনা ভালোভাবে বোঝা যায়। কিন্তু ফ্রেসার নদী অতিরিক্ত পলি একে দিয়েছে কর্দমাক্ত পানি।

২. যুক্তরাষ্ট্রের গ্রীন এবং কলোরাডো নদী

Confluence-of-the-Green-and-Colorado-Rivers-in-Canyonlands-National-Park-Utah-USA.

যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর পানি সাতটি স্টেটের উপর দিয়ে চলে গিয়েছে। এটি তার গিরিপথ এবং খরস্রোতার জন্য বেশি জনপ্রিয়। এটি গ্রীন নদী থেকে অনেক পরিস্কার। অপরদিকে গ্রীন নদী অতিরিক্ত পলি বহন করে যার ফলে এর পানি কর্দমাক্ত। গ্রীন নদী আর কলোরাডো নদী যুক্তরাষ্ট্রের উথাহ অঞ্চলের ক্যানিয়নল্যান্ড ন্যাশনাল পার্কে মিলিত হয়েছে।

৩. ভারতের আলোকনন্দা ও ভাগীরথী নদীর মিলিতস্থল

Confluence-of-the-Alaknanda-and-Bhagirathi-Rivers-in-Devprayag-India.

আলোকনন্দা এবং ভাগীরথী নদী দুটোই উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত থেকে, এই নদী দুটোর জল হিন্দু ধর্মালম্বীদের নিকট বিশেষ তাৎপর্য বহন করে। আলোকনন্দা নদী ভাগীরথী নদীর সাথে মিলিত হওয়ার সময় ১১৪ মাইল পাড়ি দেয় আলোকনন্দা উপত্যকা থেকে।

৪. মিসিসিপি ও ওহিও নদীর মোহনা

Confluence-of-the-Rio-Negro-and-the-Rio-Solimoes-near-Manaus-Brazil.

মিসিসিপি বিশ্বের দীর্ঘতম নদী যা বিস্তৃত হয়েছে মিনোসোটা থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত, এর পানিতে রয়েছে একটি লাল সবুজের মিশ্রণ। ওহিও নদী হলো মিসিসিপি নদীর একটি উপনদী।

৫. জায়লিং এবং হোয়াংহো নদী নদীর মিলিতস্থল

Confluence-of-the-Jialing-and-Yangtze-Rivers-in-Chongqing-China

জায়লিং নদী হলো চীনের সবচেয়ে সর্পিলাকার নদী। এটি জেলেদের নিকট বিশেষভাবে জনপ্রিয় কেননা জেলেদের একটি বড় অংশ এখানে মাছ ধরে। এটি হোয়াংহো নদী থেকে পরিস্কার। হোয়াংহো হলো এশিয়ার দীর্ঘতম নদী। জায়লিং এবং হোয়াংহো নদীর মিলিতস্থলটি বৌদ্ধ জনগোষ্ঠীর নিকট বিশেষভাবে উল্লেখযোগ্য।

৬. জার্মানীর মোসেল এবং রাইন নদীর মোহনা

Confluence-of-the-Mosel-and-Rhine-Rivers-in-Koblenz-Germany.

মোসেল প্রবাহিত হয়েছে লুক্সেমবার্গ, ফ্রান্স এবং জার্মানীর উপর দিয়ে। রাইন নদীর সাথে মিলিত হওয়ার আগে এটি পাড়ি দেয় আল্পস পর্বতমালা। ইউরোপে প্রবেশ করে জার্মানীর ভেতর এটি রাইন নদীর সাথে মিলিত হয়। রাইন নদী বিশেষভাবে জনপ্রিয় কেননা এটি জার্মানির অন্যতম বাণিজ্যিক নদী।

৭. দ্রাভা এবং দানিয়ুব নদীর মোহনা, ক্রোয়েশিয়া

Confluence-of-the-Drava-and-Danuve-Rivers-near-Osijek-Croatia.

দানিয়ুব হলো ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী। যা কৃষ্ণসাগর থেকে উৎপত্তি হয়ে দশটি দেশ পাড়ি দিয়ে ক্রোয়েশিয়ায় দ্রাভা নদীর সাথে মিলিত হয়। দ্রাভা ইউরোপের অন্যতম বড় নদী।

৮. রোন এবং আর্ভ নদীর মিলিতস্থল জেনেভা

Confluence-of-the-Rhone-and-Arve-Rivers-in-Geneva-Switzerland-11

রোন ইউরোপের অন্যতম বিশেষ বাণিজ্যিক নদী। ইউরোপের বাণিজ্য পরিচালনার একটি বড় অংশই হয়ে থাকে রোন নদীর মধ্য দিয়ে। এটি ফ্রান্স এবং সুইস আল্পস পর্বতের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এর সাথে মিলিত হয় আর্ভ নদী। আর্ভ নদীর পানি বেশ কর্দমাক্ত, অপরদিকে রোন নদীর পানি সুবজাভ নীল।

আমাদের দেশেও বড় বড় নদীগুলো যেমন পদ্মা, মেঘনা, যমুনা এবং ব্রহ্মপুত্র মিলিত হয় একে অপরের সাথে মিলিত হয়। এই মিলিতস্থলটির পানির রঙের পার্থক্যের কারণে বোঝা যায়।

তথ্যসূত্রঃ আর্থপ্রোম

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali