দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বস্তুত হ্যাকারদের মনে কিছু চাইলেই তারা বেশ সহজে তা করতে পারে। কিন্তু তার মধ্যেই অনেক হ্যাকার রয়েছে যারা নিজেদের মজার জন্য অন্যের জীবনের ক্ষতি করে থাকে। সাম্প্রতিক সময়ে এমনি একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও শহরে যার ফলে একটি বাচ্চা শিশু কেঁদে ফেলেছে।
হ্যাকাররা নিজেদের আমেজের জন্য কারো কারো সাময়িক ক্ষতির কাজ করে থাকে। প্রতিবেদন অনুযায়ী ওহিও শহরের একটি পরিবার রাতে তাদের বাসায় ঘুমোচ্ছিল। হঠাৎ তারা রাতে তাদের বাচ্চার কক্ষে একটি পুরুষের কণ্ঠ শুনতে পায়। পরিবারটি তাদের শিশুর নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজেদের হ্যান্ডসেটের সাথে শিশুর রুমের একটি ওয়্যারলেস আইপি ক্যামেরা সংযুক্ত করেছিল। হ্যাকার সেই ওয়্যারলেস আইপি ক্যামেরা হ্যাক করে শিশুটির রুমে শব্দ করছিলো।
শিশুটির মা যখন জেগে উঠলো এবং দেখতে পেল তার হ্যান্ডসেটে শব্দ হচ্ছে আর ক্যামেরাটি নিজে নিজেই ঘুরছে। তাছাড়া হ্যাকারটি জোরে জোরে শব্দ করে শিশুটিকে ঘুম থেকে জাগিয়ে তুলতে চাচ্ছিল। শিশুটির মা বাবা যখন শিশুটির রুমে আসলো হ্যাকারটি আরো জোরে অসহ্যকরভাবে চিৎকার চেঁচামেচি শুরু করলো। ফলে শিশুটির মা বাবা তাদের হ্যান্ডসেটের সাথে ওয়্যারলেস ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
সাময়িক এই ঘটনা হয়তো খুব বেশি সমস্যার সৃষ্টি করবে না তবে এই থেকে কিছু সতর্কবার্তা চলে আসছে যে, হ্যাকারদের পক্ষে প্রযুক্তির এই উন্নতির সময়ে ব্যক্তিগত বলে আর কিছু থাকছে না। তাই এই সকল বিষয়ে নিরাপত্তার দিকটিও লক্ষ্য রাখা উচিত।
তথ্যসূত্রঃ টেকজার্নাল