দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিদিন ছোট-বড় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পূর্ব পর্যন্ত করণীয় কিছু কাজ।
# উদ্ধারকৃত ব্যক্তিকে অবশ্যই মথা ঠাণ্ডা রেখে উদ্ধার কাজ করতে হবে। অবশ্যই ৩/৪ জন কর্মী হলে ভালো হয়।
১ম শর্ত:
উদ্ধারকৃত ব্যক্তিকে প্রথমে ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে হবে ব্যক্তিটি কোথায় ব্যথা পেয়েছেন- ঘাড়ে, মাথায়, পায়ে, ব্যক্তির শারীরিক অবস্থা বেশি খারাপ কিনা, ব্যক্তিটি দম নিতে পারছে কিনা ইত্যাদি।
পদক্ষেপ:
# প্রথমে একজনকে এ্যাম্বুলেন্স আনার জন্য ফোন করতে হবে।
# আহত ব্যক্তির কাছে গিয়ে আহত ব্যক্তির নাম পরিচয় নিতে হবে এবং তাকে মানসিকভাবে সাহস দিতে হবে কিন্তু তার মাথা, হাত-পা বেশি না নড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু মুখ নাড়িয়ে উত্তর দেওয়ার কথা বলতে হবে।
# অনেক ব্যক্তির জ্ঞান থাকে না। তাহলে পরীক্ষা করতে হবে তার হেল্থ বিট ও নি:ম্বাস ঠিকমতো চলছে কিনা
দুর্ঘটনায় সংজ্ঞাহীন ব্যক্তির জন্য:
প্রথমত: আহত ব্যক্তির মুখের ভিতরে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে বাতাস যাওয়ার ব্যবস্থা করা।
দ্বিতীয়ত: নি:শ্বাস ও পালস্ ঠিকমতো না চললে বুকে পাম করতে হবে।
# দুর্ঘটনায় আহত ব্যক্তির যদি রক্তক্ষরণ হয় তবে রক্তক্ষরণ স্থানটি ভালো করে চেপে ধরে কাপড় বেঁধে দিতে হবে। যেমন: রুমাল, গামছা, ওড়না হাতের কাছে যা থাকে তা দিয়ে।
# হাত-পা ভেঙ্গে গেলে সেই স্থানটি বেশি নাড়া-চাড়া না করে শক্ত কার্ড বোর্ড কাঠের টুকরা, বাঁশ ভাঙ্গা স্থানের নিচে দিেয় শক্ত করে বেঁধে দিতে হবে।
# আহত ব্যক্তির যদি মুখে রক্তক্ষরণ ও বমি হয় তাকে বেশি না নড়িয়ে ব্যক্তির হাত সোজা করে দিয়ে উদ্ধারকারী ব্যক্তি আহত ব্যক্তির পিঠের নিচে একটি হাত দিবে এবং অপর হাতটি বুকের উপর হালকা করে দিবে।
# আহত ব্যক্তি ঘাড়ে বা মাথায় আঘাত পেলে Spinal Corde ব্যথা পাওয়ার আশংকা বেশি থাকে। তাই রোগির মাথা যাতে না নড়ে দুই হাত কাঁধের নীচে সাবধানে রোগিকে রাখতে হবে।
প্রতিটি কাজ অতি সাবধানতার সাথে করতে হবে। তাড়াহুড়া বা মাথা গরম করা যাবে না। ধৈর্যশীল হতে হবে। আর্ত মানবতার সেবামূলক মনোভাব থাকতে হবে।