The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

প্রসঙ্গ পদ্মা সেতু ॥ নভেম্বরে আসছে বিশ্ব ব্যাংকের দ্বিতীয় প্রতিনিধি দল

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পদ্মা সেতু নিয়ে যেনো সংশয় কাটছে না। ক্রমেই বিষয়গুলো জটিল থেকে আরও জটিলতর হচ্ছে। পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কৌশল ঠিক করতে বিশ্ব ব্যাংকের দ্বিতীয় প্রতিনিধি দল নভেম্বরের প্রথম সপ্তাহে আসবে বলে জানা গেছে।
প্রসঙ্গ পদ্মা সেতু ॥ নভেম্বরে আসছে বিশ্ব ব্যাংকের দ্বিতীয় প্রতিনিধি দল 1
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের বরাত দিয়ে সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। ১৮ অক্টোবর দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে তার দপ্তরে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর সঙ্গে জাপান গিয়ে বিশ্ব ব্যাংকের বার্ষিক সভায় যোগ দিয়ে ১৭ অক্টোবর দেশে ফেরেন ইআরডি সচিব ইকবাল মাহমুদ। অর্থমন্ত্রী ফেরেন এর আগের দিন। টোকিওতে দাতা সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান ইকবাল মাহমুদ। “টোকিওতে জাইকা ও আইডিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তারা চায় দ্রুত পদ্মা সেতুর বাস্তাবায়ন কাজ শুরু হোক। আমরাও (সরকার) সেটা চাই।” “নভেম্বরের প্রথম সপ্তাহে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল আসবে। তারা পদ্মা সেতুর কাজ কত দ্রম্নত শুরু করা যায় তা আলোচনা করতেই আসবে”, যোগ করেন তিনি।

সরকার পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ নিয়ে বিশ্ব ব্যাংকের তদন্ত এবং বাস্তবায়নের কাজ একই সঙ্গে চালাতে চায় উল্লেখ করে সচিব বলেন, “আমরা টোকিওতে বিশ্ব ব্যাংক এডিবিসহ অন্য দুই সংস্থার সঙ্গে বিভিন্ন পর্যায়ে বৈঠক করে বুঝতে পেরেছি, তারাও আমাদের প্রত্যাশার সঙ্গে একমত পোষন করেন।” বিশ্ব ব্যাংকের দ্বিতীয় প্রতিনিধি দলটি মূলত এ বিষয়টি নিয়েই আলোচনা করবে বলে তিনি জানান।

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের তদন্ত চলার পাশাপাশি নির্মাণ কাজ চলবে কি না- তা বিশ্ব ব্যাংকের দ্বিতীয় প্রতিনিধি দলের ওপর নির্ভর করছে বলে বুধবার জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “আমাদের ডিমান্ড হলো- তদন্ত ও সেতু বাস্তবায়ন একসঙ্গে চলুক। সেটা হচ্ছে কি না দ্বিতীয় দলটি আসলেই তা জানা যাবে।”

উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে এক দশমিক দুই বিলিয়ন ডলারের ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। এরপর শর্তসাপেক্ষে এ প্রকল্পে আবার ফিরে আসার ঘোষণা দেয় বহুজাতিক এ দাতা সংস্থা। গত ১ অক্টোবর বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, সরকারকে দেয়া শর্ত অনুযায়ী দুটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।

এর মধ্যে একটি দল দুর্নীতির বিষয়ে বাংলাদেশের তদন্ত অবাধ ও পূর্ণাঙ্গভাবে হচ্ছে কি না তা মূল্যায়ন করবে এবং দ্বিতীয় দলটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নতুনভাবে সাজানোর ক্ষেত্রে অন্য ঋণদাতাদের সঙ্গে সমন্বয় করবে, যাতে প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পান তারা।

উল্লেখ্য, ইতিমধ্যে দুদকের তদন্ত পর্যবেক্ষণে গঠিত প্রথম দলটি চলতি সপ্তাহের শুরুতে ঢাকা ঘুরে গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali