দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় আজ ঘোষণা হবে। গতকাল সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এই দিনটি ধার্য করে।
নিজামীর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, নির্যাতনসহ ১৬ ধরণের অভিযোগ আনা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ যে, তিনি একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক বাহিনী আল বদরের প্রধান ছিলেন।
গত বছরের ২৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করে। দীর্ঘ শুনানী শেষে গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো এই মামলার রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।
এদিকে আজকের এই রায়কে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাব ও পুলিশ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় মতিউর রহমান নিজামীকে পুলিশ গ্রেফতার করে। এরপর ২০১০ সালের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়।
This post was last modified on জুন ২৪, ২০১৪ 2:01 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…