The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ (০১-১২-১২)

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তথ্য প্রযুক্তির হাওয়া। তাইতো বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া ভাবাই যায় না। আজ তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ (০১-১২-১২) এ বিশ্বের বেশ কিছু তথ্য প্রযুক্তির খবর তুলে ধরা হলো।
তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ (০১-১২-১২) 1

এক মাসে চার কোটি উইন্ডোজ ৮ বিক্রি

গত ২৬ অক্টোবর উইন্ডোজ ৮ বাজারে আসে। মাত্র এক মাসের ব্যবধানে ৪ কোটি লাইসেন্স বিক্রির রেকর্ড গড়েছে মাইক্রোসফট। এ মুহূর্তে উইন্ডোজ ৭ সংস্করণেই ওপরই উইন্ডোজ ৮ আপগ্রেড করা সম্ভব। এতে তেমন কোনো কারিগরি ত্রুটির সম্মুখীন হবে না গ্রাহকেরা। এদিকে পুরনো প্রসেসর আর অপেক্ষাকৃত দুর্বল র‌্যামের কারণে অনেক পিসিতে উইন্ডোজ ৮ ইন্সটলের পর কম্পিউটারের গতি ধীর হয়ে যাচ্ছে। এমন অভিযোগও আছে ভোক্তাদের। সব মিলিয়ে উইন্ডোজ ৮ নিয়ে এখনও কিছুটা জটিলতা আর ভোক্তা অসন্তুষ্টি রয়েই গেছে। সদ্য উইন্ডোজ ইউনিটের প্রধান হয়ে আসা টামি রেলারের জন্য উইন্ডোজ ৮ একটি বড় চ্যালেঞ্জ।

এ সংস্করণকে বাজারে ছড়িয়ে দিতে মাইক্রোসফট এ যাবৎকালের সবচেয়ে বেশি বিনিয়োগ করে। এ ছাড়াও উইন্ডোজ ব্লগে এ নিয়ে নিয়মিত তথ্য উপস্থাপন করা হচ্ছে। তবে উইন্ডোজ ৮ নিয়ে ভোক্তা অভিযোগ বাড়ছে ক্রমাগত। এ ছাড়াও অপেক্ষাকৃত পুরনো পিসিতে উইন্ডোজ ৮ সহজে ব্যবহার করা যাচ্ছে না। উইন্ডোজ ৭ ইন্সটল আছে এমন পিসিতেই কাজ করছে উইন্ডোজ ৮।

যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পোর্টাল উদ্বোধন

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়েছে। ওয়েব পোর্টাল উদ্বোধন করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আমিরুল আলম খান। ওয়েব পোর্টাল অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল মজিদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবু দাউদ, স্কুল পরিদর্শক আবদুস ছালাম, কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস, উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন প্রমুখ। প্রথম দিনে ওয়েব পোর্টালের মাধ্যমে সার্টিফিকেটের জন্য আবেদন করেন যশোর শাহীন কলেজের শিক্ষার্থী সাকিব সামরা। দেশের ৯টি বোর্ডের মধ্যে যশোর শিক্ষা বোর্ডেই প্রথম ওয়েব পোর্টালের উদ্বোধন করা হল। এর ফলে খুলনা বিভাগের ১০ জেলার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা নিজস্ব ওয়েবসাইট থেকে বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন, ফরম পূরণ, মার্কশিট ও সার্টিফিকেট নেয়ার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য বোর্ডের অধীনে ৩ হাজার ৩০০ স্কুল-কলেজে নিজস্ব ওয়েবসাইট খুলে দেয়া হয়েছে।

তরুণদের জন্য মাইক্রোসফটের বিনিয়োগ

যুবসমপ্রদায়ের মধ্যে সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজনীন ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সেল ব্যাড স্মিথের মতে, গত ৩৭ বছরের মধ্যে নেয়া সবচেয়ে বড় পদক্ষেপ হবে এটি। ইয়োথস্পার্ক নামক এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তাও একদম শুরুতেই। এই অর্থের কিছু অংশ অন্যান্য দাতব্য কর্মকাণ্ড থেকে সরিয়ে নিয়ে এসে দেয়া হবে আর কিছু নতুন অর্থ প্রদান করা হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটি তার মানব-হিতৈষী কাজের জন্য যে বরাদ্দ রেখে থাকে তার বেশিরভাগ অংশই যুবসমপ্রদায়ের পেছনে এবং তাদের সমর্থনে খরচ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের ১০০টি দেশের ৩০০ মিলিয়ন যুবসমপ্রদায়ের জন্য শিক্ষা, চাকরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে সুযোগ সৃষ্টি করা হবে। আর এর জন্য মাইক্রোসফট বিশ্বের শত শত অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে বলে জানিয়েছে। এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ মিলিয়ন মানুষ এবং বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রায় ২৫০ মিলিয়ন মানুষের দুয়ারে পৌঁছে যাবে বলে জানান স্মিথ। ইয়োথস্পার্ক পদক্ষেপের আওতায় মাইক্রোসফট তিনটি নতুন প্রোগ্রাম চালু করবে-গিভ ফর ইয়ুথ, বিশ্বব্যাপী মাইক্রোগিভিং মার্কেটপ্লেস। ইয়োথসপার্ক হাব, প্রোগ্রাম এবং নানা ধরণের সংস্থান সমপর্কে তথ্য জানার জন্য নির্দিষ্ট অনলাইন সেপস। ভালোর জন্য উদ্ভাবন, বিশ্বব্যাপী, সামাজিক অনলাইন সমপ্রদায়, যাদের লক্ষ্য হবে বিশ্বব্যাপী তরুণদেরকে একত্রিত করা। এই প্রকল্পের অংশ হিসেবে মাইক্রোসফট শিক্ষার জন্য ৩৬৫, ছাত্র-শিক্ষকদের জন্য টেক টুলস এবং শ্রেণীকক্ষের জন্য স্কাইপ দেয়া হবে।

যুক্তরাজ্যে দিনের ৮ ঘণ্টা ফেসবুকেই পার করেন আসক্তরা

যুক্তরাজ্যে নয়জনের একজন ব্যবহারকারী ফেসবুকে দিনে ২০ বারের বেশি প্রবেশ করে। আসক্তরা গড়ে দৈনিক ৮ ঘণ্টা করে সময় কাটায় সাইটটিতে, যা দৈনিক কর্মঘণ্টার সমান।

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক আসক্তদের সংখ্যা বাড়ছে। ভাউচার কোডস ডট কো ডট ইউকের সহপ্রতিষ্ঠাতা ডানকান জেনিংসের বক্তব্য অনুযায়ী, কম বয়সীদের জন্য ফেসবুক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে ওয়েবসাইটটি তাদের ওপর অযথা চাপ সৃষ্টি করেছে। অর্থসংকটে ভোগা শিক্ষার্থীদের জন্য বিষয়টি রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। কম বয়সীদের এ প্রজন্ম সামাজিক যোগাযোগের সঙ্গে বেড়ে উঠছে এবং তারা কীভাবে কেনাকাটায় অংশ নেয় তার ওপর সামাজিক যোগাযোগের প্রভাব পর্যবেক্ষণ নিঃসন্দেহে একটি মজার অভিজ্ঞতা। উল্লেখ্য, ডানকান জেনিংস ফেসবুক আসক্তি নিয়ে জরিপটি পরিচালনা করেছিলেন। দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়, ১৮-২৫ বছর বয়সীদের মধ্যে ফেসবুক আসক্তির সংখ্যা বেশি। আসক্তরা প্রতিদিন ৮ ঘণ্টা ফেসবুকের পেছনে ব্যয় করে।

ফেসবুক আসক্তদের মধ্যে নারীর সংখ্যা বেশি। মূলত দুশ্চিন্তা কাটাতে তারা ফেসবুকে প্রবেশ করে বলে জানা গেছে। ফেসবুক আসক্তদের এক-চতুর্থাংশ নিজেদের নিয়ে হীনম্মন্যতায় ভোগেন। ১৯ শতাংশ নিজেদের জীবনকে আকর্ষণীয় বলে প্রমাণ করার জন্য স্ট্যাটাস হালনাগাদ করার ক্ষেত্রে বাগাড়ম্বরের আশ্রয় নেন। কেনাকাটার অভ্যাসের ওপর সামাজিক যোগাযোগের ব্যাপক প্রভাব পড়ে বলেও জানানো হয় প্রতিবেদনটিতে। কম বয়সী ব্যবহারকারীর এক-চতুর্থাংশ প্রায়ই কেনাকাটার জন্য শপিং মলে যায়। একই কাপড় পরা অবস্থায় ফেসবুকে আপলোডেড ছবি দু’বার ট্যাগড হওয়া এড়ানোর উদ্দেশ্যেই তারা এ কাজ করে।

আবারও তাজিকিস্তানে ফেসবুক বন্ধ!

তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমন এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেয়াতে সে দেশের সরকার দেশটিতে আবারও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক বন্ধ করে দিয়েছে। ১৯৯২ সাল থেকে ইমোমালি রাখমন তাজিকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্বে আছেন। একসময় দেশটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।
দেশটির জনসংখ্যা সাড়ে সাত কোটি। ইউরোপ ও রাশিয়ায় আফগানি মাদক পাচারের জন্য তাজিকিস্তান একটি রুট হিসেবে কুখ্যাত। এ বছর দ্বিতীয়বারের মতো দেশটি ফেসবুকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল। রাখমনের বিরুদ্ধে ফেসবুকে নেতিবাচক বক্তব্য লিখতে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রুপ ব্যবহারকারীদের অর্থ দিয়ে থাকে। রাষ্ট্র নিয়ন্ত্রিত কমিউনিকেশন্স সার্ভিসপ্রধান বেগ জুখুরভ এ অভিযোগ করেন। তিনি বলেন, শিক্ষক, ডাক্তার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকে দেশটির সাধারণ মানুষের প্রতিনিধি। ফেসবুকে দেশটির সরকারব্যবস্থার বিরুদ্ধে কটুকথা শুনে তারা ক্লান্ত। জনসমর্থন নিয়েই সাইটটি বন্ধ করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার সমপর্কে প্রতিটি নেতিবাচক পোস্ট করার জন্য ফেসবুক ব্যবহারকারীদের একটি নামবিহীন গ্রুপ ৫-১০ হাজার ডলার দেয়। অবশ্য এ বিষয়ে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। কয়েক মাস ধরে বিরুদ্ধবাদীদের ওপর ব্যবস্থা নিতে ইন্টারনেটে নজরদারি করছে তাজিকিস্তান। এ ছাড়া একসময় সোভিয়েত ইউনিয়নের ভেতরে থাকা মধ্য এশিয়ার দেশগুলোও ইন্টারনেটে নজরদারি করছে। আরব বসন্ত এবং রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পেছনে সামাজিক ওয়েবসাইটগুলোর ব্যাপক ভূমিকা ছিল। গত মার্চে টানা দশ দিন ফেসবুক তাজিকিস্তান সরকার বন্ধ রেখেছিল। এ ছাড়া সে সময় রিয়া নোভোস্তি নামের একটি নিউজ এজেন্সি এবং রসিয়া টোয়েন্টি ফোর নামের একটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটও নিষিদ্ধ করা হয়েছিল।
এর পরও দেশটিতে ওয়েবসাইটটির জনপ্রিয়তা ঠেকানো যাচ্ছে না। গত দেড় বছরে তাজিকিস্তান থেকে ৪০ হাজারের বেশি ব্যক্তি ফেসবুক সদস্য হয়েছেন। দেশটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র এক বছর আগে ফেসবুক বন্ধ করল তাজিকিস্তান। নির্বাচনে জয়ী হলে দুই দশক ধরে ক্ষমতায় থাকা ইমোমালি রাখমনের মেয়াদ বাড়বে সাত বছর। আগামী ২০১৩’র নভেম্বরে তাজিকিস্তানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাইবার যোদ্ধা বাড়াতে চায় ভারত!

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বিশ্বের অসংখ্য মানুষকে ভার্চুয়াল জগতে একত্রিত করলেও আমাদের সাথে পরিচয় করে দিয়েছে হ্যাকিং, তথ্য চুরি এবং ভাইরাস আক্রমণের সাথে। বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত শিকার হচ্ছে এ ধরনের আক্রমণের। আমাদের পাশের দেশ ভারতও এ ধরনের আক্রমণের শিকার হয়েছে। বিশেষ করে ২০১০ সালের কমনওয়েলথ গেমের সময় দেশটি পাকিস্তান এবং চীনের হ্যাকারদের দ্বারা আক্রান্ত হয়। এছাড়াও বিভিন্ন সময় ইউএস, ইউরোপ, চীন, রাশিয়া এবং ইরানের মত দেশগুলোর দ্বারা ভারতীয় ডোমেইনগুলো আক্রান্ত হয়েছে।

এ প্রেক্ষিতে দেশটির সরকার সাইবার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ৫ লাখ সাইবার ওয়ারিয়র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটি তার সাইবার ক্ষেত্রটির নিরাপত্তা প্রদানের জন্য আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিমাণ সাইবার যোদ্ধা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে। দেশটি আইটি এবং সফটওয়্যার পাওয়ার হাউজ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হলেও বর্তমানে এই খাতে প্রায় ৪.৭ লক্ষ বিশেষজ্ঞ প্রয়োজন। দেশটি ইতোপূর্বে প্রকৌশল এবং ব্যবস্থাপনা বিষয়ের পাঠ্যসূচিতে সাইবার নিরাপত্তা যুক্ত করার এবং সাইবার নিরাপত্তা প্রফেশনাল ইনস্টিটিউট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সাইবার আক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকার এবং বেসরকারি সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে। ফলে নেটওয়ার্ক এবং সিস্টেমের নিরাপত্তা প্রদানের জন্য দেশে তথ্য নিরাপত্তা ব্যবস্থা সমপর্কে দক্ষ কর্মীর চাহিদা অত্যন্ত বেড়ে গিয়েছে বলে জানান ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পরিচালক জিএমি অজিত। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে দেশটিতে এই খাতে চাকরির সুযোগ অত্যন্ত বেড়ে গিয়েছে এবং আইটি সিকিউরিটি এবং ইথিকাল হ্যাকিং এ মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় ক্যারিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। যেখানে লক্ষ লক্ষ লোকের প্রয়োজন সেখানে ভারতে মাত্র ৬০ হাজার বিশেষজ্ঞ রয়েছে। এ ব্যাপারে দক্ষ হয়ে উঠার জন্য অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং, নেটওয়ার্ক এবং প্রটোকল সমপর্কে জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে। কমিপউটার বিজ্ঞান অথবা প্রকৌশলীরা ইনফরমেশন সিকিউরিটি বিষয়ে এমটেক এবং এমএসসির মত নানা ধরনের ফুল-টাইম এবং শর্ট-টার্ম কোর্স করতে পারে। এছাড়া সার্টিফায়েড ইথিকাল হ্যাকার এবং জিপিইএন জাতীয় সনদ এক্ষেত্রে চাকরি পেতে সহায়তা করবে। ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, হায়দ্রাবাদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন সিকিউরিটি, এনআইইএলআইটি এবং এসআরএম বিশ্ববিদ্যালয় এ ধরনের বিষয়ে শিক্ষা প্রদান করে থাকে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali