দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মহানবী (সাঃ)-এর জীবন নিয়ে একটি মুভি সিরিজ তৈরি করবে কাতারের আলনুর হোল্ডিং কোম্পানি। সিরিজে মোট সাতটি ছবি থাকবে? ‘ম্যাট্রিক্স’ ও ‘লর্ড অফ দ্য রিং’ খ্যাত মার্কিন নির্মাতা ব্যারি অসবোর্ন এই ছবিগুলো তৈরি করবেন ডয়চেভেল।
কাতারের প্রখ্যাত সুন্নি মুসলিম নেতা এবং ‘অ্যাসোসিয়েশন অফ মুসলিম স্কলারস-এর প্রধান শেখ ইউসুফ কারাদাউইয়ের নেতৃত্বে একদল গবেষক এই ছবিগুলোর জন্য প্রয়োজনীয় গবেষণা করবে।
ছবিগুলো নির্মিত হবে ইংরেজি ভাষায়। পরবর্তীতে আরও কয়েকটি ভাষায় এর অনুবাদ করা হবে। এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে ইসলাম ধর্ম সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে সেটা দূর করার চেষ্টা করা হবে।
২০০৯ সালে প্রথম এই ছবি তৈরির ঘোষণা দেয়া হয়েছিল। তখন তিনটি ফিল্ম নির্মাণের কথা বলা হয়েছিল, এবং এর জন্য বাজেট ধরা হয়েছিল দেড় মিলিয়ন ডলার। তবে সম্প্রতি নির্মাতা প্রতিষ্ঠান আলনুর হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান আহমেদ আল-হাশেমি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, তিনটি নয়, মোট সাতটি ছবি তৈরি করা হবে, এবং এজন্য বাজেট বাড়িয়ে এক বিলিয়ন ডলার করা হচ্ছে।
ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মহানবী (সাঃ)-কে চিত্রায়িত করা যায় না। তাই তাকে ছবিতে দেখা যাবে না।
উল্লেখ্য, এর আগে মহানবীকে নিয়ে ইউরোপ, অ্যামেরিকায় বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে। এর মধ্যে এ বছরই মহানবীকে উপহাস করে যুক্তরাষ্ট্রে একটি ছবি তৈরি হয়। যার ফলে মুসলিম বিশ্বে মার্কিন বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এতে বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটে।
আমরা মনে করি সে ধরনের ঘটনা এবার ঘটবে না। মহানবী (সাঃ) এর জীবন নিয়ে যে কোন গবেষণামূলক চলচ্চিত্র হতে পারে। এতে হযরত মুহাম্মদ (সাঃ) কে চিত্রায়ন না করে, তাঁর সকল গুণাবলীগুলো প্রকাশ করা যেতে পারে। তাতে মহা মানবের জীবনের বিষয়গুলো স্বচ্ছভাবে সকলের সামনে উঠে আসতে পারে। এতে করে একমাত্র ইসলাম ধর্মেই এমন একজন মহামানব রয়েছে যাঁর সাথে বিশ্বের আর কারো সঙ্গেই তুলনা করা চলে না বলে প্রমাণিত হবে। এটা সকলের কাছেই কাম্য।
This post was last modified on জুন ১২, ২০১৪ 12:49 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য সচেতন জীবনের অন্যতম শর্ত হলো সঠিক খাবার বেছে নেওয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার জীবনের অভিজ্ঞতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাসিন্দা তার বাড়ি বিক্রির বিজ্ঞাপনে লিখেছেন-“ফ্লোটিং…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২২ অগ্রাহায়ণ ১৪৩২…