Categories: বিনোদন

অস্কারজয়ী অভিনেতা রবিন উইলিয়ামসের মরদেহ উদ্ধার: পুলিশের ধারণা আত্মহত্যা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আলাদিন ছবির জীনির কথা কাদের মনে আছে? আমাদের ছোটবেলার অনেক পছন্দের ছবির নায়ক রবিন উইলিয়ামস আর নেয়!


হলিউড তারকা রবিন উইলিয়ামসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। রবিন উইলিয়ামস আলাদিন,পপেই, হুক, জুমানজি, দ্য বার্ডকেইজ, নাইট অ্যাট মিউজিয়াম ও হ্যাপি ফিটের মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সোমবার ক্যালিফোর্নিয়ায় রবিন উইলিয়ামসের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অস্কারজয়ী এই অভিনেতা আত্মহত্যা করে থাকতে পারেন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির খবরে জানা যায়, ৬৩ বছর বয়সী এই অভিনয়শিল্পী আত্মহত্যা করেছেন বলে ক্যালিফোর্নিয়া পুলিশের ধারণা। বিশ্বজোড়া খ্যাতি পাওয়া রবিন উইলিয়ামস বেশ কিছুদিন ধরে মারাত্মক বিষন্নতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার এজেন্ট।

রবিন উইলিয়ামস ‘গুড মর্নিং ভিয়েতনাম’, ‘ডেড পয়েটস সোসাইটি’ ছবির জন্য বিখ্যাত ছিলেন। এ ছাড়া ‘গুড উইল হান্টিং’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৯৭ সালে অস্কার পান ৬৩ বছর বয়সী এই অভিনেতা। কিছু দিন ধরে রবিন উইলিয়ামস মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। কেনো এমন বিষণ্ণতা তা নিয়ে কোন ধারণা পাওয়া যায়নি।

এদিকে অস্কারজয়ী এ অভিনেতার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন স্ত্রী সুসান স্নেইডার। স্ত্রী সুসান তার এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে, আমি আমার স্বামী ও শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছি। এছাড়া পৃথিবী ভালো মানুষকেও হারাল।’

Related Post

ক্যালিফোর্নিয়ার মেরিন কাউন্টি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার স্থানীয় সময় দুপুরে পরিবারের কাছ থেকে খবর পেয়ে তারা এই অভিনেতার ফ্ল্যাটে ছুটে যান এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে পুলিশ আলামত দেখে জানিয়েছেন তিনি নিজের শ্বাস রোধ করে আত্মহত্যা করে থাকতে পারেন।

রবিন উইলিয়ামস একাধিক বিয়ে করেন। সুসান তাঁর তৃতীয় স্ত্রী। তাঁর তিনটি সন্তান রয়েছে। সত্তরের দশকে টিভি শো ‘মর্ক অ্যান্ড মিন্ডি’-এর জন্য পরিচিতি পান রবিন। প্রায় চার দশকের ক্যারিয়ারে অ্যাওয়াকেনিংস, দ্য ফিশার কিং, পপেই, হুক, আলাদিন, জুমানজি, দ্য বার্ডকেইজ, নাইট অ্যাট মিউজিয়াম ও হ্যাপি ফিটের মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। ১৯৯৭ সালের অস্কার ছাড়াও দুইবার এমি এ্যাওয়ার্ড, চারবার গোল্ডেন গ্লোব, পাঁচবার গ্র্যামিসহ বহু পুরস্কার পেয়েছেন তিনি।

গুণী অভিনেতা রবিন উইলিয়ামস-এর মৃত্যুতে দি ঢাকা টাইমসের পক্ষ থেকে আমরা গভীর শোকাহত।

সূত্র- Variety

This post was last modified on আগস্ট ১২, ২০১৪ 10:16 পূর্বাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

স্কুলে দেরিতে আসায় শিক্ষিকাকে বেদম মারধর অধ্যক্ষের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের আগ্রার সেগানা গ্রামের একটি প্রাক-মাধ্যমিক বিদ্যালয়ে দেরি করে স্কুলে…

% দিন আগে

শ্রীলংকার একটি প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে

বেসিস নির্বাচন ২০২৪: ‘ওয়ান টিম’কে সমর্থনের আহ্বান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস নির্বাচনের শেষপ্রান্তে এসে এবারের বেসিস নির্বাচনে ওয়ান টিম তাদেরকে…

% দিন আগে

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে