দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিদ্যুতের সমস্যা যখন আমাদের যেভাবে গ্রাস করছে তাতে বিদ্যুৎ উৎপাদনের কোন খবর পেলে আমরা বড়ই খুশি হয়ে যায়। ঠিক এমনই একটি খুশির খবর হলো এবার ইউরিন (প্রস্রাব) থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যা দিয়ে একটি জেনারেটর চালানো যাবে।
অনলাইন নিউজ থেকে এমনই একটি খবর পাওয়া গেছে। খবরে বলা হয়েছে, মানুষের ইউরিন থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং তা থেকে একটি জেনারেটর চালানো যাবে অনায়াসে। আফ্রিকার অন্যতম দেশ নাইজেরিয়ার লেগস নামের একটি শহরের স্কুল ছাত্রী ইউরিন চালিত এই জেনারেটরটি আবিষ্কার করেছে। এক লিটার ইউরিন দিয়ে ৬ ঘণ্টা জেনারেটর চালিয়েছে তারা। তবে সবই ছিল তাদের পরীক্ষামূলক। বাস্তবে এটি করলে বেশ ভালো ফল পাওয়া যাবে বলে ওই ছাত্রীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
ইউরিন থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া :
১. ইউরিন (প্রস্রাব) একটা ইলেক্ট্রিকসেল / তড়িৎ কোষ এ পাঠানো হয়। যেটা নাইট্রোজেন , পানি আর হাইড্রোজেনকে আলাদা করে ফেলে।
২. তারপর ওই হাইড্রোজেন পানির মধ্যে দিয়ে চালানো হয় পরিশোধনের জন্যে। এরপর এই পরিশোধিত গ্যাস সিলিন্ডারে পাঠানো হয়।
৩. এই সিলিন্ডারের গ্যাস তারপর তরল বরাক্স এর সিলিন্ডারের মধে দিয়ে আবার চালানো হয়, পূর্বের পানি দ্বারা পরিশোধিত ভেজা গ্যাসকে শুষ্ক গ্যাসে রূপান্তর করানর জন্য।
৪. আর সর্বশেষে এই শুষ্ক পরিশোধিত গ্যাস জেনেরেটরে পাম্প করান হয়। আর তখনই বাতি জ্বলতে শুরু করে !!
This post was last modified on ডিসেম্বর ১৮, ২০১৪ 7:57 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জম্মু এবং কাশ্মিরে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তান সম্পর্কে একাধিক সিদ্ধান্ত…
View Comments
ভাল