দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরাক ইস্যুতে ব্রিটিশ ছায়া শিক্ষামন্ত্রী রুশানারা আলী পদত্যাগ করেছেন। ইরাক ইস্যুতে ব্রিটিশ সম্পৃক্ততা বিষয়ক প্রস্তাবে ভোট না দিতেই তিনি এ পদত্যাগ করেছেন।

সংবাদ মাধ্যম জানায়, ব্রিটিশ ছায়া শিক্ষামন্ত্রী ও বাংলাদেশী বংশদ্ভুত রুশানারা আলী নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইরাক ইস্যুতে ব্রিটিশ সম্পৃক্ততা বিষয়ক প্রস্তাবে ভোট না দিতে তিনি এ পদত্যাগ করেছেন।
সংবাদ মাধ্যম জানিয়েছে, বেথনেল গ্রিন ও বো হতে নির্বাচিত সদস্য রুশানারা আলী ঘোষণা করেছেন যে, ‘হাউজ অব কমন্সের ভোটে অংশ নিতে পারবেন না বলেই এই পদত্যাগ করছেন। কারণ সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে সন্ত্রাস দমনে ইরাকে সেনা অভিযান, কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবে বলে তিনি মনে করেন না।’
অপরদিকে ব্রিটিশ এমপিদের সিংহভাগই ইরাকে আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পক্ষেই ভোট দিয়েছেন। ৫২৪ জন ভোটারের মধ্যে ৪৮১ জন এমপি-ই বিমান হামলার পক্ষে নিজেদের রায় জানিয়েছেন। অন্যদিকে বিমান হামলার বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪৩টি।
রুশানারা আলী বলেছেন, তার বিবেক এই ভোটে অংশ নিতে সমর্থন দেয়নি তাই তিনি ইচ্ছাকৃতভাবেই নিজেকে বিরত রেখেছেন। নিজের পদত্যাগ পত্রে তিনি লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডকে এও বলেছেন যে, আইএসআইএল-এর বর্বরতার কোনো সীমা নেই। তাদের প্রতি আমি আমার দেশের জনসাধারণের মনোভাব সম্পূর্ণরূপে সমর্থন করি। তবে আমি নিশ্চিত নই যে, ম্বল্পসময়ের এই সেনা অভিযান জনসাধারণের কোনো ক্ষতি না করে সেখানে সন্ত্রাস দমনে পরিপূর্ণরূপে কাজ করবে কিনা। রুশানারা আলী আরও বলেছেন, মুসলিম ও অমুসলিম শিবিরে একটা বিশ্বাস ইতিমধ্যে বিস্তার লাভ করেছে যে, সেনা অভিযান শুধুমাত্র রক্তপাত ঘটাবে ও ইরাকি জনগণের কষ্ট বাড়াবে।
উল্লেখ্য, আইএস জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রস্তাবের উপর আলোচনা ও তা অনুমোদনের জন্য ব্রিটিশ পার্লামেন্টে গতকাল শুক্রবার বিশেষ অধিবেশন বসে।