তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ (২৩-০২-১৩)

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তথ্য প্রযুক্তির হাওয়া। তাইতো বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া ভাবাই যায় না। আজ তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ (২৩-০২-১৩) এ বিশ্বের বেশ কিছু তথ্য প্রযুক্তির খবর তুলে ধরা হলো।

আনিসুল হক-এর প্রথম বাংলা ইবুক

অমর একুশে গ্রন্থমেলায় উন্মুক্ত হল পাঠকপ্রিয় লেখক আনিসুল হক-এর প্রথম বাংল ইবুক। ভাষা ও সাহিত্য প্রেমিক প্রবাসী বাঙালিরা যখন সহজে এবং সুলভে সাহিত্য চর্চা করতে পারছেন না ঠিক তখনই ইবুক হিসেবে আইফোন ও আইপেডে পড়ার জন্য ডিজিটাল বই বিক্রয় শুরু করল স্টার হোস্ট আইটি লিমিটেড। এর আগে প্রথমে মুহম্মদ জাফর ইকবাল তার ইবুক প্রকাশ করেছিলেন, এরই ধারাবাহিকতায় এবার বইমেলায় ৫টি ইবুক উন্মুক্ত করলেন বিখ্যাত লেখক আনিসুল হক। ৫১বর্তী, একাকী একটি মেয়ে, তিনি এবং একটি মেয়ে, ফাজিল ও ভালোবাসা ডট কম। ইবুক পড়ার জন্য স্মার্টফোন ব্যবহারে উন্নত বিশ্ব অনেক এগিয়ে থাকলেও আমরা এখন আর অতটা পিছিয়ে রইলাম না। ইবুক হিসাবে মোবাইল অ্যাপ্লিকেশনের ধারণা আমাদের দেশে নতুন হলেও আস্তে আস্তে সেটি আমাদের প্রত্যাহিক জীবনের অংশ হয়ে যাবে বলে আশা করা যায়। ইবুক সম্পর্কে আনিসুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, বিশ্বের ১৯০টি দেশ থেকে নিয়মিত প্রথম আলো ওয়েবসাইট পড়া হয় যা থেকে বোঝা যায় যে এতগুলো দেশে বাংলা ভাষাভাষী রয়েছে। স্টারহোস্টকে অভিনন্দন যে তারা প্রয়োজনের সময় ইবুক নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে।

বাংলা ভাষার ইতিহাস নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন

বলা হয়, বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ার চেয়ে মোবাইল বা ল্যাপটপে সময় কাটাতেই বেশি পছন্দ করে। ফলে তাদের কাছে কোন তথ্য পৌঁছে দিতে এসব ডিভাইসের ব্যবহার সফলতা নিয়ে আসতে পারে।

এ লক্ষ্যেই বাংলা ভাষার ইতিহাস নিয়ে তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ ‘আমার বাংলা ভাষা’, তৈরি করেছে ‘পাওয়ার গ্রুপ বিডি’ নামের সাতজনের একটি দল। তাদেরই একজন সাব্বির আহমেদ খান। সম্প্রতি সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে সাব্বির জানান, এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস, এর প্রচলন, ভাষা আন্দোলন ও তাতে ভাষা শহীদদের অবদান সম্পর্কিত নানা তথ্য জানা যাবে। এসব বিষয়ে অডিও ও ভিডিও সংযোজন করা হয়েছে অ্যাপটিতে।

সাব্বির বলেন, প্রয়োজনীয় তথ্য পেতে তারা এ সংক্রান্ত বিভিন্ন বই ও ওয়েবসাইটের সাহায্য নিয়েছেন। আপাতত গুগলের অ্যাপ স্টোর থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। আইফোন আর আইপ্যাড ব্যবহারকারীদের কথা বিবেচনা করে তাদের জন্যও অ্যাপটি তৈরি করার কাজ চলছে বলে জানান তিনি।

Related Post

এর আগে উৎযাপিত হওয়া গত বিজয় দিবসে ‘বাংলাদেশ’ নামে আরেকটি অ্যাপ তৈরি করেছিল সাব্বির ও তার দল। তাতে বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন ছবি ও ভিডিও যোগ করা হয়েছে। সাব্বির বলেন, বর্তমান তরুণ প্রজন্ম বিভিন্ন ডিভাইস নিয়েই সময় কাটায়। তাই ‘আমরা চেয়েছি আমাদের গৌরবের ইতিহাসগুলো এই ডিভাইসে নিয়ে যেতে’, এতে করে যারা এই ইতিহাস জানে না তারা সহজেই তা জানতে পারবেন।

ভবিষ্যতে ২৬ মার্চ ও পহেলা বৈশাখ নিয়েও অ্যাপ তৈরির পরিকল্পনা করছেন সাব্বির ও তার বন্ধুরা। এই দলে আরও রয়েছেন বিক্রম দাস, নিরুপমা সাহা, কাজী রিফাত হাসান, জাহান, শ্যামশ্রী ও নাফিস। তারা সবাই আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে লেখাপড়া করেছেন। সাব্বিরের দলের তৈরি অ্যাপ পাওয়া যাবে এই লিংক থেকে-
যঃঢ়ং://ঢ়ষধু.মড়ড়মষব.পড়স/ংঃড়ৎব/ধঢ়ঢ়ং/ফবঃধরষং?রফ=পড়স.ঢ়ড়বিৎমৎড়ঁঢ়নফ.নধহমষধফবংয.

শিশু কিশোরদের এফবি নিরাপত্তা নিশ্চিত করবে গ্রাফ সার্চ

গেল মাসেই অর্থাৎ জানুয়ারিতে সীমিত সংখ্যক ইউজারের জন্য গ্রাফ সার্চ ফিচার চালু করে ফেসবুক। এটি চালু করার পরপরই গবেষকরা বিরুপ মন্তব্য করেছিলেন। অনেকে জানিয়েছিলেন, এর কারণে ইউজারের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা নষ্ট হবে।

তবে এবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, এই গ্রাফ সার্চ কেবল প্রাপ্তবয়স্ক নয় অপ্রাপ্তবয়স্কদের নিশ্চিত নিরাপত্তা বিধান করবে। আর সব তথ্য গোপন রাখতে গ্রাফ সার্চে আছে বিল্ট-ইন প্রাইভেসি সেটিং। যার মাধ্যমে একজন ইউজার খুব সহজে নিজের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এদিকে ফেসবুক এ বিষয়ে জানিয়েছে, সাইটটির বর্তমান প্রাইভেসি সেটিংয়ের ওপর ভিত্তি করেই শিশু কিশোর ইউজাররা তাদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে পারবে সহজে। বিশিষ করে বর্তমানে টিনএজ ইউজাররা এঢবিতে তাদের ‘ফেসবুক ফ্রেন্ড’ এবং ‘ফ্রেন্ডস অব ফ্রেন্ডস’-দের সঙ্গেই নিজেদের তথ্য শেয়ার করতে পারে। পাবলিক সেটিংয়ে কোনও কিছু শেয়ার করতে পারে না তারা। ফেসবুক জানিয়েছে, গ্রাফ সার্চ দিয়ে পরিচিত ইউজারকে খুঁজে বের করা অনেক সহজ হলেও অপ্রাপ্ত বয়স্কদের সার্চ করে পাওয়া যায় না গ্রাফ সার্চে। এই যেমন, ১৪ বছর বয়সী জেসিকার ফেসবুক বন্ধু লসএঞ্জেলসের ১৩ বছরের মেরি। আর জেসিকার বন্ধু তালিকায় আছেন, ৩০ বছর বয়সী জন। এখন জন যদি গ্রাফ সার্চে ‘চবড়ঢ়ষব ঁহফবৎ ঃযব ধমব ড়ভ ১৫ যিড় ষরাব রহ খড়ং অহমবষবং’ লিখে সার্চ দেন তবে সার্চ রেজাল্টে মেরিকে পাওয়া যাবে না। মূলত প্রপ্তবয়স্ক ব্যক্তিরা যাতে গ্রাফ সার্চে টিনএজ ইউজারদের খুঁজতে না পারেন, সেজন্যেই এই পদক্ষেপ নিয়েছে ফেসবুক।

৭ বছর বয়সেই ভিডিও গেম প্রোগ্রামার!

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার হারামবি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চার্টার স্কুলের সাত বছর বয়সি শিক্ষার্থী জোরা বল বিজ্ঞানভিত্তিক ভিডিও গেম তৈরি করে সাড়া জাগিয়েছে। ব্যালে নাচ, জুয়েল ও ভ্যাম্পায়ার চরিত্র সমন্বয়ে তৈরি গেমটি শিশুদের উপযোগী বলে জানিয়েছে ডেইলি মেল।

ফিলাডেলফিয়ার এসটিই মেনেসিয়াম লার্নিং একাডেমির প্রধান তারিক আল-নাসির এ ঘটনার সত্যতা স্বীকার করেন। আল-নাসিরের সংস্থাটি বুটস্ট্রাপ এবং এলাইস ২.০ ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি। আল-নাসির জানান, তিনি ‘রেকেট’ নামের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উন্নয়ন করেছেন, যার মাধ্যমে সফটওয়্যারটি ব্যবহার সহজ হয়েছে। খবর বিডিনিউজের।

একদিন ক্লাসে তারিক সহপাঠিদের মজা করে অংক শেখাচ্ছিলেন। একজন খেলোয়াড়, একটি লক্ষ্য এবং কিছু বিষয় এড়িয়ে চলা এ তিনটি উপাদান ছিল তাতে। এ সময়ে বিশেষ কৌশল ব্যবহার করে মোবাইল ফোনে খেলার উপযোগী পূর্ণাঙ্গ গেম তৈরি করে জোরা।

সার্চ জায়ান্টের সেলফোন চিন্তা!

অনলাইনে পৃথিবীর সব থেকে বড় অনুসন্ধানী প্রতিষ্ঠান গুগল ডেস্কটপ সার্চ ইঞ্জিনে ভাল ব্যবসা করলেও তাদের মোবাইল খাতের ব্যবসায় প্রবৃদ্ধি নিয়ে সমস্যায় রয়েছে। স্মার্টফোন, ট্যাবলেট উন্নয়নের পাশাপাশি এসব যন্ত্রের উপযোগী বিজ্ঞাপন তৈরিতে প্রচুর বিনিয়োগ করলেও এ খাতে তেমন আয় বাড়ছে না বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিনটির। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রান্তিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।এজন্য মূলত দায়ী করা হচ্ছে মোবাইল বিজ্ঞাপন খাতকে। কারণ ডেস্কটপের তুলনায় মোবাইল বিজ্ঞাপনের জন্য অনেক কম অর্থ পরিশোধ করেন বিজ্ঞাপনদাতারা। সেসঙ্গে ইদানীং ডেস্কটপের তুলনায় বহনযোগ্য যন্ত্রেই গুগল সার্চ ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন ব্যবহারকারীরা। গুগল অবশ্য তাদের মোবাইল পণ্য উন্নয়নের যথাসাধ্য চেষ্টা করছে। নতুন মোবাইল বিজ্ঞাপন থেকে শুরু করে নেক্সাস ৪-এর মতো স্মার্টফোনও রয়েছে এ প্রকল্পের তালিকায়। গুগলের নির্বাহীরা জানান, আয়ের ধারা উন্নয়ন করা সময়ের ব্যাপার মাত্র। এরই মধ্যে চতুর্থ প্রান্তিকে মোবাইল খাতে সিপিসি বেড়েছে ২ শতাংশ।গু গলের প্রধান নির্বাহী ল্যারি পেজ বলেন, এসব খাতে (মোবাইল বিজ্ঞাপন ও যন্ত্রাংশ) এত দ্রুত পরিবর্তন আসছে যে তাল মেলানো একটু কঠিন। অবশ্য তার পরও আমি আশাবাদী। আমার মনে হয়, বহনযোগ্য যন্ত্রের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে সিপিসি বাড়বে। বিশ্লেষকদের দেয়া পূর্বাভাসের চেয়ে কম আয় হয়েছে গুগলের। চতুর্থ প্রান্তিকে ১ হাজার ৪৪২ কোটি ডলার রাজস্ব আয় করেছে কোম্পানিটি, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি। কোম্পানির বিজ্ঞাপন সহযোগীদের দেয়া অর্থ বাদ দিলে গুগলের নিট রাজস্ব থাকে ১ হাজার ১৩৪ কোটি ডলার।আগের বছরের একই সময় এ আয় ছিল ৮৩০ কোটি ডলার। এদিকে নিট আয় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৮ ডলার ৬২ সেন্ট। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেই সাধারণত সবচেয়ে বেশি আয় করে থাকে গুগল। কারণ বড়দিন এবং শীতের ছুটির সময় কেনাকাটার ধুম পড়ে গুগলের প্রধান বাজারগুলোয়।তখন বিজ্ঞাপন দেখিয়ে সিপিসিও বেশি পায় প্রতিষ্ঠানটি। এবারের ছুটির মৌসুমে প্রথমবারের মতো ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায় করেছে গুগল।

স্টাফ রিপোর্টার

Recent Posts

রজঃনিবৃত্তির সময় আসার পূর্ব থেকেই মেয়েদের প্রস্তুত থাকতে হবে যেভাবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগ যুগ ধরে সব মহিলার ক্ষেত্রেই তো একই রকম ঘটনা…

% দিন আগে

এনার্জিপ্যাক কর্মীদের নিরাপত্তা ও সুস্বাস্থ্যে অগ্রাধিকার: ‘বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৪’ পালন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক শ্রমিক দিবসের এবারের স্লোগান ‘পরিবর্তনশীল জলবায়ুতে নিরাপদ ও স্বাস্থ্যকর…

% দিন আগে

বেসিস নির্বাচন ২০২৪: ‘ওয়ান টিম’কে সমর্থনের আহ্বান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেসিস নির্বাচনের শেষপ্রান্তে এসে এবারের বেসিস নির্বাচনে ওয়ান টিম তাদেরকে…

% দিন আগে

‘স্টারডম’ নিয়ে ব্যস্ত শাহরুখপুত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামে ওয়েব…

% দিন আগে

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে