The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ক্যামেরাবন্দি বিরল সাদা সিংহের কয়েকটি দুর্লভ ছবি দেখুন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সিংহের ছবি আমরা সবাই বহু দেখেছি। কিন্তু দুর্লভ প্রজাতির সাদা সিংহ আমরা অনেকেই দেখিনি। প্রথমবারের মতো ক্যামেরাবন্দি বিরল সদ্যোজাত সাদা সিংহের কয়েকটি দুর্লভ ছবি দেখুন।

the white lion

দেখতে বড়ই সুন্দর এই সাদা সিংহ। ফুটফুটে সাদা এই নবজাতক সাদা সিংহ। বিরল প্রজাতির এই নবজাতক সাদা সিংহ বর্তমানে প্রযুক্তি দুনিয়ায় নতুন সেনসেশন।

the white lion-2

দক্ষিণ আফ্রিকার তিম্বাভতি অঞ্চলে গেলে দেখতে পাওয়া যায় এই সাদা সিংহ। এই প্রজাতির সিংহ এতটাই বিরল যে সারা বিশ্ব মিলে মাত্র ১৩টি জীবিত অবস্থায় রয়েছে এই সাদা সিংহ। এই ১৩টি সাদা সিংহের মধ্যে ৬টি প্রাপ্ত বয়স্ক। এই প্রাপ্ত বয়ষ্ক সিংহের একজন এই শিশু সিংহের জন্ম দিয়েছে।

the white lion-3
কোনো কিছু দেখলেই সিংহ শাবকরা তাকিয়ে থাকে

the white lion-4
অন্য সিংহ শাবকদের সঙ্গে খেলা করে এরা

the white lion-6
কোনো ডাল-পালা নড়াচড়া করলেই কামড়ে ধরে এরা

the white lion-7
ঘাসপোকা বা কোনো কিছুই এদের দৃষ্টি এড়ায় না

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...