The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রতিদিন মদ্য পানে আমেরিকায় মারা যায় অন্তত ৬ জন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রতিদিন মদ্য পানে আমেরিকায় মারা যায় অন্তত ৬ জন! মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এই তথ্য দিয়েছে।

Drinking

সিডিসি বলেছে, প্রতিদিন মদ্য পানে আমেরিকায় মারা যায় অন্তত ৬ জন। আমেরিকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবছর মদ খেয়ে গড়ে প্রায় ২২০০ ব্যক্তি মারা যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এমন তথ্য দিলো সিডিসি।

Drinking-2

ইংরেজি নববর্ষ উপলক্ষে দৈনিক ওয়াংশিটন পোস্টে প্রকাশিত খবরের বরাত দিয়ে সিডিসি আমেরিকায় অতিরিক্ত মদ্য পান কমিয়ে আনার জন্য তৎপর হওয়ার আহ্‌বান জানিয়েছে।

উল্লেখ্য, আমেরিকায় মদ্য পান করে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি ৪ জনের মধ্যেই ৩ জনই পুরুষ। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ হতে ৫৫ বছর বয়সিরাই সবচেয়ে বেশি। আর মদ্য পানে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত ৪৪ ব্যক্তি ২১ বছরের নিচে বলেও তথ্য দিয়েছে সিডিসি। তবে এমন তথ্যে স্বাস্থ্য সংশ্লিষ্টরা বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা মনে করেন, এটির একটি সলুশন হওয়া দরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...