দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১৬ জানুয়ারী ২০১৫ খৃস্টাব্দ, ৩ মাঘ ১৪২১ বঙ্গাব্দ, ২৪ রবিউল আউয়াল ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখছেন সেটি কালিগঞ্জের ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের ছবি। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার প্রবাজপুর শাহী মসজিদটি এমনি ধরনের একটি মুসলিম কীর্তি অতীত অতিহ্য এবং ঐতিহাসিক নিদর্শন।
এই মসজিদসম্পর্কে একটি প্রচলিত ইতিহাস হচ্ছে জিনেরা জঙ্গল কেঁটে পরিস্কার করে রাতা-রাতি নাকি মসজিদটি তৈরি করেছিল। আরও জনশ্রুতি রয়েছে যে, এই মসজিদে এসে কেও কোন মানত করলে তা নাকি বিফলে যায় না।
সাতক্ষীরা জেলা হতে ৪০ মাইল দক্ষিণে অবস্থিত কালিগঞ্জ উপজেলায়। এই উপজেলার মথুরেশপুর ইউনিয়নের একটি ঐতিহাসিক স্থান প্রবাজপুর। প্রত্মতত্ত্ব বিশারতদের মতে, ১১০৪ হিজরীতে ২৪ মে ১৬৯৩ খ্রীঃ সম্রাট আওরঙ্গজেব এই এলাকায় তার রক্ষিত মুসলমান সৈন্যদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য সুবেদার পরবাজ খাঁ’কে একটি মসজিদ নির্মাণ করতে নির্দেশ দেন। এই নির্দেশ পাওয়ার পর তিনি এই এলাকায় একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেন। যে গ্রামটিতে তার সৈন্যরা থাকতো সেই গ্রামটির নামকরণ তার নাম অনুসারে করা হয়েছিল প্রবাজপুর গ্রাম। পরবর্তীতে মসজিদ নির্মাণ করার পর মসজিদটিরও নামকরণ করা হয় তার নাম অনুসারে প্রবাজ শাহী মসজিদ।
সাতক্ষীরা জেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন। আর তাই প্রাচীনতম এই মসজিদটি কালের স্বাক্ষী হয়ে রয়েছে।
তথ্যসূত্র: satkhiranews24.com এর সৌজন্যে।
This post was last modified on জানুয়ারী ১৪, ২০১৫ 10:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…