The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গাছে ধরা পাকা করলা ও আমাদের কৃষক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ৪ এপ্রিল ২০১৫ খৃস্টাব্দ, ২১ চৈত্র ১৪২১ বঙ্গাব্দ, ১৩ জমাদিউস্ সানি ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Momordica charantia

যে ছবিটি দেখছেন এটি গাছের একটি পাকা করলা। মূলত গ্রাম-বাংলার এটি একটি প্রকৃত চিত্র। হয়তো মনে হতে পারে ছবিটির মধ্যে এমন কিই বা আছে?

কিন্তু দেখুন কত নিখুঁত উৎপাদনের এক প্রতিচ্ছবি। আমাদের কৃষকরা গায়ের ঘাম মাটিতে ফেলে যে ফসল উৎপাদন করেন এটি তারই এক প্রতিচ্ছবি। করলা যাকে আরেক ভাষায় বলা হয় উচ্ছে এটি খেতে আসলে তিতা হলে এর বহু গুণ রয়েছে। সাধারণ তরকারি হলেও করলার বহুবিধ গুণাগুণ আমাদের করেছে সমৃদ্ধ। এমন সুন্দর নিখুঁত একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে ধন্যবাদ।

ছবি: m.blog.daum.net এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...