The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মাহে রমজান উপলক্ষে কনকচাঁপার ইসলামী অ্যালবাম বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার ইসলামী অ্যালবাম এখন বাজারে পাওয়া যাচ্ছে। ‘এই সুন্দর ফুল’ নামে এই এ্যালবামটিতে ধর্মীয় সুন্দর সুন্দর গান রয়েছে।

album on the occasion of Ramadan

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী গানের একক অ্যালবাম বের করলেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা। এ্যালবামটির নাম দেওয়া হয়েছে ‘এই সুন্দর ফুল’।

‘এই সুন্দর ফুল’- এ্যালবামটিতে মোট ৭টি হামদ ও নাত রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান’, ‘মোহাম্মদের নাম জপেছিলে’, ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’, ‘তৌহিদেরই মুর্শিদ আমার’ প্রভৃতি।

এদিকে আগামী রোজার শেষে ঈদে প্রকাশ হবে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর গাওয়া আধুনিক গানের একক অ্যালবাম ‘পদ্মপুকুর’। এই এ্যালবামটির সব গানের সুর এবং সংগীত পরিচালনা করেছেন মঈনুল ইসলাম খান।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...